X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৮:১০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৮:১৮

আদালত

খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি এনামুল হক টিটোর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) শুনানি শেষে খুলনা মহানগর ৩নং জজ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের মামলা পরিচালনায় সহযোগিতাকারী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট অশোক কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার সাহা বলেন, ‘টিটোর জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য মামলাটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, গত ২০ এপ্রিল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামি টিটোর জামিন মঞ্জুর করেছিলেন। ওই ঘটনায় বাদীপক্ষে ব্লাস্ট থেকে দেওয়া আইনজীবী আদালতে হাজির হননি। এতে বাদীপক্ষ আইনজীবী পরিবর্তনের দাবি জানান। তাই আগের আইনজীবী ফজলুর হক বাবুকে এ মামলা থেকে প্রত্যাহার করা হয়। আজ (রবিবার) ব্লাস্ট খুলনা অঞ্চলের আইনজীবীরা সম্মিলিতভাবে আদালতের কাছে টিটোর জামিন বাতিলের আবেদন জানান। শুনানি শেষে টিটোর জামিন বাতিল ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আসামির জামিন বাতিলের পর ভিকটিম বলেন, ‘২০ এপ্রিল টিটো জামিন পাওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেয়। এর পর পরই থানায় সাধারণ ডায়েরি করা হয়। এখন পুলিশ দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করে ন্যায্য বিচার করবে বলেই আশা করছি।’

উল্লেখ্য, ইজিবাইকে হঠাৎ পরিচয়ের সূত্র ধরে ১৬ জানুয়ারি খুলনার আহসান উল্লাহ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মা সম্বোধন করে ঘনিষ্ঠতা গড়ে তোলে টিটো। এরপর ১৯ জানুয়ারি কৌশলে সোনাডাঙ্গার একটি বাসায় ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৫ মার্চ কলেজছাত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এরপর ওইদিনই পুলিশ মহানগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্ধা টিটোকে গ্রেফতার করে। মামলা পরিচালনার জন্য ব্লাস্টের কাছে আইনজীবী নিয়োগের আবেদন করে মেয়েটির অসহায় ও দরিদ্র পরিবার। ব্লাস্ট থেকে বিষয়টি গুরুত্বে সঙ্গে নিয়ে অ্যাড. ফজলুর হক বাবুকে সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ২০ এপ্রিল তিনি মেডিক্যাল রিপোর্ট ও এজাহার ভালো হয়নি বলে দাবি করে জামিন শুনানির সময় অনুপস্থিত থাকেন। এতে বিনা আপত্তিতে টিটোর জামিন আবেদন আদালতে মঞ্জুর হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি