X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রংপুরে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৯:০০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:০৬

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে মাদক ব্যবসায়ী আবুল খায়ের ও সাজুকে (ছবি- বাংলা ট্রিবিউন)

রংপুরের গঙ্গাচড়ায় ৭৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। একই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফরুখ মোহাম্মদ রেয়াজুল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি ফরুখ মোহাম্মদ রেয়াজুল করিম জানান, যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আবুল খায়ের ও সাজু আদালতে উপস্থিত ছিল। মোহাম্মদ আলী পলাতক রয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৪ জুন ভোরে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর বাঁধের ওপর দিয়ে বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আবুল খায়ের (৫৭)ডিবি পুলিশের হাতে ধরা পড়েন। তবে বাকি দুই আসামি সাজু (৪৭) ও মোহাম্মদ আলী পালিয়ে যান। পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই তদন্ত কর্মকর্তা (তৎকালীন) মোস্তাফিজার রহমান আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ফরুখ মোহাম্মদ রেয়াজুল করিম জানান, তারা ন্যায় বিচার পেয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সুলতান আলম জানান, তার মক্কেল ন্যায়বিচার পায়নি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা