X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ২০:৪০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২০:৪৯

আদালত

মৌলভীবাজারে মশিউর রহমান মিছলু হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মকবুল আহসান আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কিশোর কুমার কর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি কিশোর কুমার কর জানান, ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে শফিক মিয়াকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০১ ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়া (৫০) মৌলভীবাজার সদর থানার গোড়ারাই গ্রামের ইছহাক মিয়ার ছেলে। খালাসপ্রাপ্তরা আসামি খালিছ মিয়া লন্ডনি (৪৮) ও মো: ফারুক মিয়া (৫৬) একই থানার কেশবচর গ্রামের বাসিন্ধা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে খালিছ মিয়া লন্ডনির সহযোগিতায় শফিক মিয়া কেশবচর শ্বশুরবাড়ি থেকে মশিউর রহমান মিছলুকে পরিকল্পিতভাবে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নেন। পূর্ব শত্রুতার জেরে সেখানে মশিউর রহমান মিছলুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আহসান হাবিব ছুফী বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৬ মে একই থানার উপ-পরিদর্শক (এসআই ) আমিনুল ইসলাম তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০১৬ সালের ৯ আগস্ট থেকে আদালত এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক