X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

এবারও চট্টগ্রাম বোর্ডে সেরা কলেজিয়েট স্কুল

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৬:১০আপডেট : ০৪ মে ২০১৭, ১৬:১০

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সেরা স্কুলের তালিকায় এবারও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও তারা প্রথম স্থানে রয়েছে।

কলেজিয়েট স্কুলে শতভাগ পাসের পাশাপাশি ৪৫২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪২৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

২০০১ সাল থেকে এ নিয়ে ১৫ বার এ শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় সেরাদের সেরা হয়েছে।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এবারও সেরা স্থানটি ধরে রাখবো। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ছিল, তাই সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে আমরা আনন্দিত।’ মাঝখানে ২০১২ সাল ছাড়া গত ১৬ বছর ধরে কলেজিয়েট স্কুল চট্টগ্রামে সেরা হয়ে আসছে বলে তিনি জানান।

ধারাবাহিক ভালো ফলাফল করার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো খুঁজে বের করে বিশেষ ক্লাস নেওয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে দেই। এটিই মূলত আমাদের সাফল্যের চাবিকাঠি। এছাড়া ফলাফলের পেছনে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ ও উন্নত ল্যাব ভূমিকা রাখছে।’

সেরা স্কুলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল। এ স্কুলে ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫৭ জন শিক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেন। এদের মধ্যে ২৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল)। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৩৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৮০ জন জিপিএ-৫ পেয়েছেন। পঞ্চম স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুল ৩৫৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২২২ জন।

এছাড়া এবার সেরা দশের ষষ্ঠ স্থানে রয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। সপ্তম স্থানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টম স্থানে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নবম স্থানে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

/বিএল/

আরও পড়ুন:
বোর্ডগুলোয় পাসের হার যত

সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু