X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ঠেকানো সেই শারমিন এসএসসিতেও পাস

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
০৫ মে ২০১৭, ০০:০০আপডেট : ০৫ মে ২০১৭, ০০:০৫

এসএসসিতে জিপিএ ৪.৩২ পাওয়া শারমিন নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ-২০১৭’ পুরস্কারে ভূষিত হয়েছিল ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। সাহসিকতার স্বীকৃতি পাওয়া শারমিন এসএসসি পরীক্ষার ফলেও অর্জন করেছে সাফল্য। রাজাপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শারমিন পেয়েছে জিপিএ-৪.৩২। এত নির্যাতনের মুখেও ‘এ’ গ্রেড নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে।
শিক্ষক ও এলাকাবাসী জানান, এত লড়াইয়ের মধ্য দিয়েও শারমিন এসএসসি পরীক্ষায় যে ফল করেছে, তা প্রশংসনীয়। তাই তাকে নিয়ে এলাকাবাসীর গর্বের শেষ নেই।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে মাধ্যমিকের ফলাফল জানতে স্কুলে এলে শারমিনকে নিয়ে হৈচৈ পড়ে যায়। ফল জেনে উচ্ছ্বসিত হয়ে ওঠে শারমিনও। বাংলা ট্রিবিউনকে শারমিন বলে, ‘মায়ের বিরুদ্ধে মামলা না করলে আমার পরীক্ষাই দেওয়া হতো না। অনেক কাঠখড় পেরিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। যে ফল পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট।’
ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জানতে চাইলে শারমিন বলে, ‘আমি আরও ভালোভাবে পড়ালেখা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশের নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোই এখন আমার জীবনের লক্ষ্য।’
উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টের শুরুর দিকে ৩২ বছর বয়সী এক পাত্রের সঙ্গে ১৫ বছর বয়সী শারমিনের বিয়ে ঠিক করেন তার মা। বাল্যবিয়েতে রাজি না হওয়ায় খুলনায় নিয়ে তাকে পাত্রের সঙ্গে এক ঘরে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে রাজাপুরে পালিয়ে আসে শারমিন। এরপর তার মা ও সেই যুবকের নির্যাতন সহ্য করতে হয় তাকে। পরে এক সহপাঠীর সহযোগিতায় রাজাপুর থানায় তার মা এবং ওই যুবকের বিরুদ্ধে মামলা করে শারমিন। এ নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রচারিত হলে বিষয়টি আলোচনায় উঠে আসে।
শারমিনের এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ-২০১৭’ পুরস্কারে ভূষিত হয় শারমিন। গত ৩০ মার্চ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করে সে।

আরও পড়ুন-

৬ বছর ধরে জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

১০ ক্যাডেট কলেজের সবাই পেলো জিপিএ-৫

পাসের হার কমার যে তিন কারণের কথা বললেন শিক্ষামন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী