X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হিজলায় চরের জমি দখল নিয়ে হামলা, নিহত ১

বরিশাল প্রতিনিধি
০৬ মে ২০১৭, ২১:৩০আপডেট : ০৬ মে ২০১৭, ২১:৫০

বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় চর আবুপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোসলেম সরদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও আরও ১০ জন আহত  হয়েছেন। এসময় ১৫-২০টি ঘর ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোসলেম সরদার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে মোসলেম সরদার, চান্দু হাওলাদার, শাহ আলম ঢালী, আলীম দেওয়ান নামের চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চর আবুপুর গ্রামের ১২শ’একর জমি সরকারের এক নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। সরকার ওই জমি ভূমিহীনদের মধ্যে দেড় একর করে ভাগ-বাটোয়ারা করে দেয়। ওই জমি নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে আসছে চর আবুপুর গ্রামের উত্তরপাড়ের বাসিন্দা সোহরাব সিকদার ও তার সহযোগীরা। এ নিয়ে তার সঙ্গে দক্ষিণপাড়ের বাসিন্দা হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান সরদার ওরফে মধু সরদার ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সোহরাব সিকদার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চর দখলে নিতে যান। একপর্যায়ে তারা চর আবুপুর গ্রামের ১৫-২০টি ঘরে আগুন দেয়। এসময় প্রতিপক্ষ মজিবর মেম্বার গ্রুপ তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষকালে সোহরাব সিকদারের লোকজন মজিবর গ্রুপের তিনজনকে কুপিয়ে জখম করে। পরে তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোসলেম সরদার।

ওসি মো. মাকসুদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থল থেকে শাহাদাৎ সিকদার, মিরাজ সরদার, হারুন মুন্সী নামের তিনজনকে আটক করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনও মামলা হয়নি। পরিন্থিতি স্বাভাবিক রয়েছে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!