X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৯:১৫আপডেট : ০৯ মে ২০১৭, ১৯:১৫

ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় ডিআইজি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এটি একটি সন্ত্রাসী হামলা। ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে অচিরেই এর রহস্য উদঘাটিত হবে বলে তিনি দাবি করেন।

এ সময় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ পৌরমেয়র আব্দুস সাত্তার কমান্ডার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র হাজারী আল মুনিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র হাজারী আল মুনিব জানান, আহমদিয়া সম্প্রদায়ের বিরোধী উগ্রবাদ গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে ধর্ম নিয়ে কথা বলার কারণে এভাবে হামলার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ এই হামলাকে মেনে নিতে পারছে না। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেছেন।

এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কোনও মামলা হয়নি। 

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৯টার দিকে কানপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান এশার নামাজ শেষে বের হলে তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।  তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদিকে হামলার সময় স্থানীয় জনতা আব্দুল আহাদ নামে এক হামলাকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।

/বিএল/

আরও পড়ুন:

‘ইমাম মোস্তাফিজুরকে হত্যা করা ঈমানি দায়িত্ব’ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা