X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা মিথ্যাচার: না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৭, ১৯:২৪আপডেট : ১১ মে ২০১৭, ১৯:২৭

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নারায়ণগঞ্জ শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুর করার ঘটনাকে মিথ্যাচার বলে দাবি করে যৌথ সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ। ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের বিপক্ষে কুরূচিপূর্ণ সমালোচনাকারী রফিউর রাব্বির নানা বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে গত ১০ মে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। এসময় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তীর একটি অনুষ্ঠান করছে জেনে আমরা বিক্ষোভ মিছিলটি চাষাড়া শহীদ মিনারের অভ্যন্তরে জমায়েত না করার সিদ্ধান্ত নিই। কিন্তু রফিউর রাব্বির কুশপুত্তলিকা নিয়ে মিছিলটি শহীদ মিনারের কাছে আসতেই সেখান থেকে রফিউর রাব্বির পোষ্যরা মিছিলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।’
তিনি আরও বলেন, ‘এসময় মিছিলে থাকা শত শত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে উঠলে আমরা মহানগর ছাত্রলীগের নেতারা তাদের শান্ত থাকতে বলি। এরপরেও সেখান থেকে পুনরায় ইট নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে মিছিলের একটি অংশ শহীদ মিনারে প্রবেশ করতে উদ্যত হলে রফিউর রাব্বির ১০/১২ জন পোষ্য ও কয়েকজন বাম ঘরানার লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।’ রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থলে ছাত্রলীগের পক্ষ থেকে কোনও হামলা করা হয়নি, বলেও দাবি করেন এ ছাত্রলীগ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসনাত রহমান বিন্দু, যুগ্ম আহবায়ক নাসিম মাহমুদ তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার নারায়ণগঞ্জ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রফিউর রাব্বির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। ওই সমাবেশ থেকে শহীদ মিনারে উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থল দখল করে ভাঙচুর করার অভিযোগ করেন সাংস্কৃতিক সংগঠন উন্মেষের নেতারা।

এদিকে, মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, ‘জনবিচ্ছিন্ন বাম ঘরানার কিছু লোক আওয়ামী নামধারী একটি মহলের ইন্ধনে মিথ্যাচার করে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
আরও পড়ুন: ছাত্রলীগের মিছিল থেকে শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুর

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ