X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেবাচিম থেকে ফের ওষুধ উদ্ধার, ইনচার্জ স্টাফ নার্স আটক

বরিশাল প্রতিনিধি
১৩ মে ২০১৭, ২০:৩৫আপডেট : ১৩ মে ২০১৭, ২০:৪৩
image

শেবাচিম থেকে শনিবার উদ্ধার হওয়া ওষুধ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওষুধ চুরি ঘটনার তদন্ত করতে গিয়ে এবার মহিলা মেডিসিন ওয়ার্ডে অভিযান চালিয়ে চাহিদার তুলনায় বাড়তি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) দুপুর থেকে বিকাল অবধি চালানো অভিযানে হাসপাতালের চার তলার ওই ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগমকে আটক করেছে পুলিশ। হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (১২ মে) চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাসভবন সংলগ্ন পুকুর থেকে ৫০ হাজার টাকারও বেশি অর্থমূল্যের ওষুধ জব্দ ও দুই জন আটক করা হয়। ওই ঘটনার অধিকতর তদন্তে নামে পুলিশ। এর অংশ হিসেবে হাসপাতাল প্রশাসনের সহায়তায় শনিবার মহিলা মেডিসিন ওয়ার্ডে তল্লাশি চালিয়ে রোগীর প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি ওষুধ জব্দ করা হয়েছে।’ অভিযানে হাসপাতালের পরিচালক, উপ-পরিচালকসহ নার্সিং নেতারা উপস্থিত ছিলেন।
ওষুধ উদ্ধারে শেবাচিমে অভিযান অভিযান শেষে হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘নিয়মের তুলনায় বেশি ওষুধ রাখা অপরাধ। ওই নার্সের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল।’
হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘তার মজুদে যে পরিমাণ ওষুধ পাওয়া গেছে, তা স্বাভাবিক পরিমাণের চেয়ে অনেক বেশি। যদি গড়ে দেড়-দুইশ রোগী ওই ওয়ার্ডের চারটি ইউনিটে ভর্তি থাকে, তবে তা দিয়ে তিন থেকে চার মাস এই ওয়ার্ডের রোগীদের সেবা দেওয়া সম্ভব। এখানে উদ্ধার করা ওষুধের পরিমাণ এতটাই বেশি।’ তবে এসময় উদ্ধার করা ওষুধের মূল্যমানের পরিমাণ জানাতে পারেননি তিনি। আগামীকাল রবিবার (১৪ মে) এ তথ্য জানানো হবে বলে জানান হাসপাতালের পরিচালক।
হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায় মমতাজ বেগম বলেন, ‘বিলকিস বেগম যোগদানের পরই তার বিরুদ্ধে কিছু মৌখিক অভিযোগ শুনেছি। তবে লিখিত কোনও অভিযোগ পাইনি। এখন যেহেতু হাসপাতাল প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, তাই তাদের হাতেই বিষয়টি রয়েছে। কোনও ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।’
এর আগে শুক্রবার ওষুধ উদ্ধারের ঘটনায় হাসপাতালের স্টাফ শেফালি বেগম ও তার ছেলে মামনুকে আটকের পর পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটিও গঠন করেছে শেবাচিম কর্তৃপক্ষ

আরও পড়ুন-

ফের মা-মেয়ের লাশের ওপর দিয়েই গেল ট্রেনটি

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া