X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১১:৫১আপডেট : ১৬ মে ২০১৭, ১২:০৯

শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি (ভিডিও) সোমবার (১৫ মে) রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার একর বোরো ধানক্ষেত ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ে রাণীংশকৈল উপজেলার হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক ঘরের মধ্যে ৯০ থেকে ৯২ ভাগ ঘরের টিন ফুটো হয়ে গেছে। এই গ্রামের লোকজনকে বর্তমানে মানবেতর অবস্থায় থাকতে হচ্ছে।

শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি (ভিডিও) হোসেনগাঁও গ্রামের কৃষক সাহেদুর জানান, ঝড়ে তার বাড়ির চাল ঝড়ে উড়ে গেছে। তার আমবাগানেও ক্ষতি হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান জানান,হঠাৎ করে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে উপজেলার হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়নের কয়েক হাজার বিঘা বোরো ক্ষেত বিরানভূমিতে পরিণত হয়।ক্ষতিগ্রস্ত হয় গাছপালা ও আধা পাকা বাড়িঘরের।অপরদিকে হরিপুর উপজেলার হরিপুর, আমগাঁও এবং গেদুরা ইউনিয়নে বিকালে ও সন্ধ্যায় দুই দফা শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে ফসল ও ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোর কৃষি কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি (ভিডিও)

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতির তালিকা জরুরীভাবে প্রস্তুত করার জন্যে স্থানীয় উপজেলা প্রশাসনদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পেলেই প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা ও ত্রাণ দেওয়া হবে।’

এদিকে শিলাবৃষ্টি হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির তালিকা পেলে ক্ষতিপূরণে সম্ভাব্য সবকিছু করা হবে।

 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা