X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে ওষুধ মজুদের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

বরিশাল প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০২:৩৯আপডেট : ১৭ মে ২০১৭, ০৩:০১

শেবাচিম থেকে শনিবার উদ্ধার হওয়া ওষুধ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পুকুর ও মেডিসিন ওয়ার্ড থেকে সরকারি ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় হাসপাতালটির সেবিকা ও কর্মচারীরা দায়ী। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালের সাব-স্টোরের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত থাকতে পারে। শেবাচিম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওষুধ ইন্ডেন্ট ও বণ্টনের হিসাব তদন্তের জন্য গঠিত ছয় সদস্যের কমিটির দেওয়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে ওই কমিটি প্রতিবেদনটি জমা দেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম মঙ্গলবার (১৬ মে) ওই প্রতিবেদন জমা হওয়ার তথ্য নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে। তিনি জানান, ছয় সদস্যের ওই কমিটি তাদের প্রতিবেদনে দায়িত্বে গাফিলতির বিষয়ে অধিকতর তদন্তের সুপারিশ ও পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে বিভাগীয় তদন্তের পাশাপাশি আইনি তদন্তেরও প্রয়োজন।
এদিকে, ওষুধ উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলার পর হাসপাতাল কর্তৃপক্ষও একটি মামলা দায়ের করেছে। সোমবার রাতে বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম। এই মামলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে অবৈধভাবে ওষুধ জমিয়ে রাখার দায়ে আটক হওয়া ইনচার্জ বিলকিস জাহান ও অফিস সহায়ক (আয়া) শেফালী বেগমকে আসামি করা হয়েছে।
এ প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম বলেন, ‘শেফালীর ছেলে আমাদের স্টাফ নয়। সম্প্রতি হাসপাতালে স্থগিত হওয়া নিয়োগ কার্যক্রমে মামুনের চাকরি হলেও সে কর্মস্থলে যোগ দিতে পারেনি। এ কারণে মামুনকেও ওই মামলায় আসামি করা হয়নি। তবে পুলিশের তদন্তে এ ঘটনার সঙ্গে মেডিসিন স্টোরের কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় মোট তিনটি মামলা দায়ের হলো। এর আগে এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন।
এই মামলা দু’টির প্রথমটিতে চতুর্থ শ্রেণি কর্মচারীদের কোয়ার্টার ও সামনের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় শুক্রবার আটক মহিলা মেডিসিন ওয়ার্ডের আয়া শেফালি বেগম ও তার ছেলে মো. মামুনকে আসামি করা হয়েছে। আর শনিবার মহিলা ওয়ার্ড থেকে ওষুধ উদ্ধারের ঘটনায় দায়ের করা দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে ওই ওয়ার্ড থেকে আটক করা ওয়ার্ডের নার্সিং ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগমকে।
এরই মধ্যে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় শেবাচিমে ৩ তদন্ত কমিটি

শেবাচিম থেকে ফের ওষুধ উদ্ধার, ইনচার্জ স্টাফ নার্স আটক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা