X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এ বছরেই চালু হচ্ছে দ্বিতীয় ধরলা সেতু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০৫:১০আপডেট : ১৭ মে ২০১৭, ০৫:২৩

নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতু

এ বছরেই চালু হতে যাচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে ধরলা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতু। এলজিইডির অধীনে এটিই সবচেয়ে বড় প্রকল্প। ৯৫০ মিটার পিসি গার্ডারের এই সেতুর ৮০ ভাগেরও বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কুড়িগ্রাম এলজিইডি কর্তৃপক্ষ।

এলজিইডির অধীনে দ্বিতীয় ধরলা সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়নে সিমপ্লেক্স ও নাভানা কনস্ট্রাকশন গ্রুপের সঙ্গে যৌথ চুক্তি সম্পাদিত হয় ২০১৪ সালে। কাজের গুণগত মান বজায় রেখে এ বছরের যেকোনও দিন সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

কুড়িগ্রাম এলজিইডি সূত্রে জানা গেছে, নদী শাসন, অ্যাপ্রোচ রোড নির্মাণ ও মূল সেতুর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৯১ কোটি ৬৩ লাখ ২২৩ টাকা ৫৮ পয়সা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত জনগুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল এই সেতুটি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জনগণ, বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষ বেশি উপকৃত হবেন। বিভাগীয় শহর রংপুরসহ দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে দেশের উত্তর-পশ্চিমের এই অঞ্চলের মানুষের।

দ্বিতীয় ধরলা সেতুটি পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতুটি কার্যক্রম শুরু করলে ভুরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দরের মালামাল পরিবহন অনেক সহজ হবে। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কৃষিজাত পণ্য পরিবহনে জটিলতাও কমবে এই সেতুরে ব্যবহারে। এছাড়া, বঙ্গসোনাহাট স্থলবন্দর হয়ে ফুলবাড়ীর দ্বিতীয় ধরলা সেতু দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টারস (আসাম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল) রাজ্যগুলোর সঙ্গে পণ্য পরিবহনের ব্যয়ও কমবে বহুলাংশে। এসব রাজ্যের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা হয়ে কলকাতার যোগাযোগও অনেক সহজ হবে।

নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতু

ফুলবাড়ী উপজেলার স্কুল শিক্ষক জাহাঙ্গির আলম বাবলা, তৈয়ব আলী, বালারহাট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল ইসলামসহ স্থানীয়রা বলেন, বর্তমান সরকারের গৃহীত এ প্রকল্পটি ধরলা পারের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে। এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে এই সেতু দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখবে।

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, প্রধানমন্ত্রী নিজে প্রকল্পটি উদ্বোধন করবেন। বহুল প্রতীক্ষিত সেতুটি প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নেও ভূমিকা রাখবে।’

এলজিইডির এই প্রকল্পটি নিয়ে সংস্থাটির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) হাতে নেওয়া সবচেয়ে বড় সেতু। এর ৮০ ভাগেরও বেশি অংশের কাজ শেষ হয়েছে। এ বছরের মধ্যেই সেতুটি চালুর ব্যাপারে আমরা আশাবাদী। সেই লক্ষ্য নিয়েই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া