X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কালোবাজারি ঠেকাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবি পণ্য বিক্রি

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০৫:৫১আপডেট : ১৭ মে ২০১৭, ০৬:০৫

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য হবিগঞ্জে কালোবাজারি ঠেকাতে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এতে করে গ্রামের ভোক্তারা টিসিবি পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার প্রয়োজনের তুলনায় টিসিবি পণ্যের পরিমাণ কম হওয়ায় অনেক ভোক্তাকে ফেরত যেতে হচ্ছে খালি হাতে। কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে গিয়েই পণ্যের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না।
জানা গেছে, আসন্ন রমজানকে সামনে রেখে হবিগঞ্জে টিসিবি পণ্য বিক্রির জন্য ৩৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জেলা শহরে দু’টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা গেছে। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩শ কেজি চিনি, আড়াইশ কেজি মসুর ডাল, সাড়ে ৩শ কেজি ছোলা এবং তিনশ লিটার তেল বিক্রির নির্দেশনা রয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত বিক্রি হবে এসব পণ্য।
হবিগঞ্জ জেলা সদরে বানী স্টোর নামেন একটি ডিলার ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তবে এসব পণ্য বিক্রি করার কথা ছিল শহরের জনবহুল এলাকা উমেদনগর পয়েন্ট, পৌদ্দারবাড়ি ও কোর্টস্টেশন এলাকায়। জনবহুল এলাকাগুলো বাদ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবি পণ্য বিক্রির কারণ জানতে চাইলে ডিলার পিযুষ কান্তি পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পণ্য বিক্রি করতে বলা হয়েছে। সে কারণেই আমি এখানে পণ্য বিক্রি করছি।’
তবে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করছেন অনেকেই। তাদের অভিযোগ, জনবহুল এলাকাগুলোতে টিসিবি পণ্য বিক্রি না করায় এসব পণ্য সংগ্রহ করতে পারছেন না প্রান্তিক পর্যায়ের মানুষ। সদর উপজেলার পইল গ্রামের আব্দুল মমিন নামে এক ভোক্তা বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করার কারণে আমরা যারা গ্রামে বাস করি, তারা টিসিবি পণ্য থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের মতো মানুষের নাগালের মধ্যে এসব পণ্য বিক্রি করলে আমরা লাভবান হতাম।’
এদিকে, স্বল্পমূল্যের টিসিবি পণ্যের পরিমাণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগও তুলছেন কেউ কেউ। স্থানীয় মোস্তাফা মিয়া বলেন, ‘চাহিদার তুলনায় টিসিবি পণ্যের পরিমাণ অনেক কম। যে কারণে অনেকেই টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন।’ নাম প্রকাশে আরেক ক্রেতা অভিযোগ করে বলেন, ‘টিসিবির ট্রাকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে পণ্য কিনতে হয়। তবে ডিলারদের পরিচিত ক্রেতাদের জন্য লাইনের দরকার হয় না। তারা লাইন ছাড়াই এসে পণ্য নিয়ে চলে যায়। আর সে কারণে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হয় আমাদের।’ এ নিয়ে ট্রাকে উপস্থিত কর্মচারীদের সঙ্গে অনেকেরই বাকবিতণ্ডা হয়েছে বলেও জানান তিনি।
টিসিবি পণ্য বিক্রিতে এ ধরনের অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে সিলেট বিভাগের টিসিবি পণ্যের আঞ্চলিক প্রধান ঈসমাইল মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত কালোবাজারি ঠেকানোর জন্যই প্রশাসনের নাকের ডগায় টিসিবি পণ্য বিক্রির জন্য বলা হয়েছে।’ এমন স্থানে পণ্য বিক্রি না করে প্রত্যন্ত অঞ্চলে বিক্রির সুযোগ করে দিলে এসব পণ্য কালোবাজারে যাওয়ার আশঙ্কা থাকে বলে জানান তিনি। চাহিদার তুলনায় পণ্যের পরিমাণের স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোক্তারা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি করে আসছে। কিন্তু মন্ত্রণালয়ে নির্দেশ থাকার কারণেই পণ্যের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না।’
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া