X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের বাধায় জুম চাষ করতে না পারায় সাজেকে খাদ্য সংকট!

রাঙামাটি প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৭ মে ২০১৭, ১৭:৪৫

সন্ত্রাসীদের বাধায় জুম চাষ করতে না পারায় সাজেকে খাদ্য সংকট! সন্ত্রাসীদের বাধায় জুম চাষ করতে না পারায় রাঙামাটির সাজেকে খাদ্য সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।  বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) কার্যক্রম বন্ধের কারণে বাঁশ ও গাছকাটা বন্ধ থাকায় স্থানীয় জনগণ কর্মহীন হয়ে পড়েছে। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বাধার কারণে জুম চাষ করতে না পারায় সেখানে খাদ্য সংকট সৃষ্টির অন্যতম প্রধান কারণ। এছাড়া সীমান্তবর্তী এলাকায় ভারত কাঁটাতারের বেড়া স্থাপন করায় পার্শ্ববর্তী গ্রামবাসী যারা ভারতের হাট-বাজারে বেচাকেনা করতেন তাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য বাধাপ্রাপ্ত হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। সীমান্ত হাটের ব্যবস্থা করা গেলে এই সংকট অনেকটা নিরসন হবে বলেও মন্তব্য করেন বক্তরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খাদ্য সংকট মোকাবেলায় ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরও কুচক্রি মহল নানাভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপ্রচারে লিপ্ত রয়েছে।

সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত জেলা প্রশাসকের মাধ্যমে ৩০ মেট্রিকটন খাদ্যশষ্য বিতরণ করা হয়। জেলা পরিষদের মাধ্যমে ১০ মেট্রিকটন খাদ্যশষ্য বিতরণ করা হয়। পার্বত্য মন্ত্রণালয় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ লাখ টাকা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা এবং আরও একশ মেট্রিকটন খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার সাজেকে খাদ্য সংকট ও খাদ্য সংকট মোকাবেলা নিয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রয়োজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল চাকমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনজছুর আলী প্রমুখ।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের