X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আয়নাবাজি’ করে জেল খেটেছিলেন ভুট্টো

তুহিনুল হক তুহিন, সিলেট
১৮ মে ২০১৭, ০১:৩২আপডেট : ১৮ মে ২০১৭, ০১:৪৩

রিপন আহমদ ভুট্টো ভাড়ায় জেল খাটলেন সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ডের সৈয়দ মুগনী তরঙ্গ আবাসিক এলাকার বাসিন্দা রিপন আহমদ ভুট্টো। একটি হত্যা মামলার আসামি ইকবাল হোসেন বকুল সেজে তিনি দীর্ঘ ১৯ মাস জেল খেটে মঙ্গলবার আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। এর আগে ওই দিন বিকেলে ভুট্টোকে হত্যামামলাল দায় থেকে খালাসের আদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেন।তবে ‘আয়নাবাজি’ করে অন্যের দোষ নিজের কাঁধে নিয়ে জেল খাটায় ভুট্টোর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া। এদিকে,  ‘আয়নাবাজি’ করে জেল খাটা প্রসঙ্গে ভুট্টো বলেন, ‘জীবনে লোভে পড়ে ভুল করে বিনা দোষে জেল খেটেছি। যার জন্য জেল খেটেছি, তিনি কথা রাখেননি। আমার সঙ্গে প্রতারণা করেছেন।’

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উৎফুল্ল দেখাচ্ছিল ভুট্টোকে। মুক্তি পাওয়ার খবর পেয়েই বিকেল থেকে তিনি কারাগারে সবার সঙ্গে দেখা করে মুক্তির বিষয়টি জানান। মঙ্গলবার বিকেলে ভুট্টোকে হত্যা মামলার দায় থেকে খালাস দেন আদালত। ওই আদেশ কারাগারে এসে পৌঁছার পরই তাকে মুক্তি দেওয়া হয়।’ তিনি জানান, ‘অন্যের শাস্তি নিজে ভোগ করার প্রতারণায় ভুট্টোর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে প্রতারণা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায়ও ভুট্টো জামিনে রয়েছেন। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ভুট্টোকে সম্পূর্ণভাবে খালাস দেওয়া হয়েছে।’

মুক্তি পাওয়ার পর রিপন আহমদ ভুট্টো জানান, ‘জীবনে লোভে পড়ে ভূল করে বিনা দোষে জেল খেটেছি। প্রকৃত খুনি ইকবাল হোসেন বকুল রয়েছে সৌদি আরবে। বিদেশ পাঠানোর চুক্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুল সেজে কারাগারে গিয়েছিলাম। বকুল কথা দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের করে বিদেশে নিয়ে যাবেন। কিন্তু বকুল কথা রাখেননি। আমার সঙ্গে প্রতারণা করেছেন। এখন জীবনের বাকি দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে চাই।’

আদালত ও কারাগার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২ সেপ্টেম্বর সিলেট নগরী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আলী আকবর সুমন (২৪) নামের এক তরুণ। পরদিন মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের পাশে ঝিলকার হাওরে কচুরিপানার নিচে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় নিহতের ছোট ভাই আলী আহসান সুহেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে ২০১২ সালের ২০ জুন রায় ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক দিলীপ কুমার দেবনাথ। মামলার চার্জশিটভুক্ত ৯ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এই মামলায় সাজাপ্রাপ্তরা হলেন হাউসা গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে দরাছ মিয়া ওরফে গয়াছ, তার স্ত্রী রুজিনা বেগম ও একই গ্রামের আবদুল মতিনের ছেলে মো. ইকবাল হোসেন বকুল। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক ছিলেন।

২০১৫ সালের ১১ অক্টোবর রিপন আহমদ ভুট্টো আদালতে হাজির হয়ে নিজেকে ইকবাল হোসেন বকুল দাবি করেন। আদালতের নির্দেশে এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। তবে আত্মসমর্পণের এক বছর ২ মাস পর ঘটনা জানাজানি ঘটনার তদন্তে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী। চলতি বছরের ১৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদন পাওয়ার পর ২২ জানুয়ারি জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী হত্যা মামলা থেকে রিপন আহমদ ভুট্টোকে অব্যাহতি দেন। তবে অন্যের দায় নিজের কাঁধে নেওয়ার অপরাধে ভুট্টোসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়