X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আজ খালিয়াজুরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৮ মে ২০১৭, ০৮:৪৯আপডেট : ১৮ মে ২০১৭, ০৯:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ফসলী এলাকা পরিদর্শনে আজ বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুরী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরে তার খালিয়াজুরী কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার আজ সকাল ৯.৪০মিনিটে খালিয়াজুরী উপজেলার হাওর মালেক সিটিতে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে। এরপর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সার্থক করে তুলতে স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় খালিয়াজুরী উপজেলা সদরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে সাজ সাজ রব দেখে নতুন করে আশার সঞ্চার হয়েছে ফসলহারা কৃষকদের মাঝে। প্রধানমন্ত্রী তাদের জন্য কী করেন সেটা দেখার অপেক্ষায় তারা।

আজ খালিয়াজুরী যাচ্ছেন প্রধানমন্ত্রী অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারা বছরের একমাত্র ফসল হারিয়ে এতদিন যারা হাহাকার ও বোবা কান্না করছিলেন সেইসব ফসলহারা কৃষকদের একটাই কথা, শুধু ত্রাণ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে দিতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের মানুষের সমস্যা এবং দুর্ভোগ, দুর্দশার চিত্র উপলব্ধি করে এর স্থায়ী সমাধান দেবেন এটাই তাদের প্রত্যাশা।

হাওরবাসীর প্রত্যাশা হাওরের ফসল যেন  তলিয়ে না যায় সেজন্য স্থায়ী বাঁধ নিমার্ণ করা, পলি পড়ে ভরাট হয়ে যাওয়া নদীনালা-খাল, বিল দ্রুত খনন করা; আগামী বোরো ফসল ঘরে না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ওএমএসের ডিলার নিয়োগের মাধ্যমে প্রতিদিন খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখা; মহাজন ও এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিত; বীজ, সার, কীটনাশকসহ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ; ভিজিএফ তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বাররা অনিয়ম করছে কিনা তা প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে তদারকি করা; দুর্যোগের সময় যারা জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আগাম বন্যায় ফসল নষ্ট হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নেত্রকোনা জেলায় ৫ হাজার ২৫৫শ মেট্রিকটন চাল ও প্রত্যেক পরিবারে পাঁচশ টাকা করে মোট পৌনে ৮ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি হিসেবে জেলায় ১ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৫০ হাজার ভিজিএফ এর কার্ড দেওয়া হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বাকি কৃষকদের মধ্যে বাড়ছে হতাশা। গত দেড় মাসে নিজেদের খাদ্যের মজুদ শেষ হওয়ায় অনেকেই স্ত্রী, সন্তান নিয়ে বাড়িঘর ছেড়ে কাজের উদ্দেশ্যে এলাকা ছেড়েছেন।

/বিএল/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ