X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের পর তরুণীকে ২ মাস ধরে ধর্ষণের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১০:৩৩আপডেট : ১৮ মে ২০১৭, ১০:৩৩

রাঙামাটি রাঙামাটির কাউখালী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে অপহরণ করে দুই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৯ মার্চ কাউখালী থেকে তাকে অপহরণ করা হয়। আর গত ৪ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এবিষয়ে গত ১০ মে রাতে তরুণীর বাবা বাদী হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল আলম (৩০) এর বিরুদ্ধে মামলা করেন। তবে অভিযুক্ত নুরুল আলম জানান, ‘অপহরণ বা ধর্ষণ নয়, দু’জনের সম্মতিতে সব হয়েছিলো।’

মামলার এজাহারে উল্লেখ আছে, গত ৯ মার্চ বিকালে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার ঘাগড়া-কাউখালী সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় একটি অটোরিকশা থেকে নেমে দুই যুবক মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি গ্রামে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে আটকে রাখে ওই দুই যুবক। ঘরে আর কেউ ছিল না। প্রতিদিন এক যুবক ঘরে এসে খাবার দিয়ে যেতো। সেই তাকে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। গত ৪ মে ওই যুবক খাবার দেওয়ার পর তার মুঠোফোন ভুলে ফেলে চলে যান। পরে তার ভাইকে ফোন করেন ওই তরুণী। সেদিন রাতে পুলিশ তাকে উদ্ধার করে। 

নুরুল আলম অপহণের অভিযোগ অস্বীকার করেছেন। অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মেয়েটি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আমার সঙ্গে চলে আসে। এ কারণে আমার এক পরিচিতের বাড়িতে তাকে রাখি। আমি তো সব সময় বাসায় থাকতাম না। সে চাইলে তো চলে যেতে পারতো।’ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি বলেও দাবি করেছেন নুরুল আলম।  

যে বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক মো. কালাম মাস্টার জানান, নুরুল আলম তার পরিচিত। স্ত্রী পরিচয়ে মেয়েটিকে নিয়ে তা বাড়িতে উঠেছিল নুরুল আলম। এখন সে পলাতক।

কাউখালী থানার এসআই ও মামলার আইও মো. সুজন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আসামিকে ধরতে সোর্স নিয়োগ দিয়েছি। সবচেয়ে বড় সমস্যা আসামি রাঙামাটির জেলায় না, তারা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার বাসিন্দা। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছি।’

মামলার আইও মো. সুজন আরও জানান, ‘আমি মেয়েটির সঙ্গে কথা বলেছি। মেয়েটি আমাকে জানায়, ছেলেটি তাকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যায়। যখন দেখলো ছেলেটি ভালো না তখন সে তার ভাইকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে তার পরিবারের লোকজন ইসলামপুর ইউনিয়েনের চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি মেয়েটিকে তার পরিবারের কাছে তুলে দেন। এবিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোদিত) ২০০৩ আইন এর ৭, ৯(১) ধারার মামলা করা হয়েছে।’

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, ‘মানবাধিকারের চরম অন্যায় এটি। এসব ঘটনার কোনও বিচার না হওয়ার দিন দিন এসব অন্যায় আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আমি চাইবো অন্তত পুলিশ এই অপরাধীকে ধরে আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। যাতে আর এই অন্যায় করার আর কেউ সাহস না পায়।’

/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশি এক তরুণের আইএস জঙ্গি হয়ে ওঠার গল্প

নাঈমকে গ্রেফতারের বিষয়ে জানতো না মুন্সীগঞ্জ পুলিশ



সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!