X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশাসনিক জটিলতায় ৫০ মেডিক্যাল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

রাবি প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১৮:৫২আপডেট : ১৮ মে ২০১৭, ১৮:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত শাহ মখদুম মেডিক্যাল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২০ মে থেকে ওই শিক্ষার্থীদের প্রথম প্রভিশনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না।

শাহ মখদুম মেডিক্যাল কলেজ

খোঁজ জানা যায়, শাহ মখদুম মেডিক্যাল কলেজ পরিদর্শন শেষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু অনুমোদন না মেনে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ। পরে এই অনিয়ম রাবি কলেজ পরিদর্শকের নজরে এলে ২০১৬ সালে ওই সেশনের কার্যক্রম স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু নোটিশে সদুত্তর না পাওয়ায় কলেজের কার্যক্রম স্থগিত রাখে রাবি কর্তৃপক্ষ। তবু এর মধ্যে আগামী ২০ মে প্রথম বর্ষ প্রভিশনাল পরীক্ষা বাবদ ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি ও ফরম পূরণের টাকা আদায় করে কর্তৃপক্ষ। এরপর গত ৭ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পেলে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার অনুমোদন চেয়ে নতুন করে আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে গতকাল (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দফতর সংশ্লিষ্টদের সঙ্গে সভায় বসেন। কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত রাখার বিষয়েই সিদ্ধান্ত হয়। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ মে) ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে এসে কলেজ পরিদর্শককে অনুরোধ জানান।

কয়েকজন অভিভাবক বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ অনিময় করলে তার মাশুল আমাদের ছেলে-মেয়েদের দিতে হবে কেন? তাদের প্রশাসনিক দ্বন্দ্বের কারণে তো শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। কলেজ কর্তৃপক্ষ ও রাবি কলেজ পরিদর্শক দফতর কীভাবে তাদের ঝামেলা সমাধান করবে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের সন্তানদের পরীক্ষা গ্রহণের অনুমতি চাই।’

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি ও পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়া হয়েছে। আমাদের শিক্ষাবর্ষ স্থগিত করা হয়েছে, সেটা আমরা জানতাম না। তাহলে প্রশাসনিক জটিলতার কারণে আমরা কেন ভুক্তভোগী হবো?’

জানতে চাইলে রাবি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষাবর্ষের অধীভুক্তি নবায়ণ করেনি। তাই ওই শিক্ষাবর্ষের কার্যক্রম বন্ধ আছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের অনুমতি নিতে আবেদন জানায়। তাই গতকাল মিটিংয়ে মানবিক দিকটি ভেবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে এখনই তা সম্ভব নয়। কারণ, কর্তৃপক্ষ অধীভুক্তি নবায়ন করবে তারপর ওই শিক্ষাবর্ষ চালু করা হবে। সেটা ছয় মাসের আগে সম্ভব নয়।’

এ বিষয়ে শাহ মখদুম মেডিক্যাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান স্বাধীন বলেন, ‘মাঝখানে দুইমাস রাবিতে ভিসি না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।’

প্রসঙ্গত, অনুমোদন ছাড়াই কলেজে শিক্ষার্থী ভর্তি করায় এর আগে শাহ মখদুম কলেজকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের সভাপতি তানোর-গোদাগাড়ি আসনের সাংসদ ওমর ফারুক তৎকালীন উপাচার্যের কার্যালয়ে এসে হুমকি দেন। এরপর সিন্ডিকেট কলেজের অনুমোদন স্থগিত করে। পরে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিলো।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন