X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে বাড়িতে আশ্রয় নিয়েছিল নাঈম আশরাফ

সি এম তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৮ মে ২০১৭, ২০:৩৮আপডেট : ১৮ মে ২০১৭, ২৩:৪১

যে বাড়িতে লুকিয়েছিল ধর্ষক নাঈম আশরাফ বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ গ্রেফতার হওয়ার আগের চারদিন  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। আকুব আলী মাতবরের ওই বাড়িটির অবস্থান বিলের মধ্যে এবং অন্য বাড়ি থেকে আলাদা।সে কারণে নিরাপদ ভেবেই এ বাড়িতে আশ্রয় নেয় নাঈম। গত বুধবার (১৬ মে) রাতে ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরেও কেউ বলতে পারছিলেন না, কোন বাড়ি থেকে নাঈমকে গ্রেফতার করা হয়েছে।
অবশেষে বৃহস্পতিবার (১৮ মে) সেই বাড়িটি খুঁজে পাওয়া গেলেও বাড়ির মালিককে পাওয়া যায়নি।বাড়িতে রয়েছেন আকুব আলীর ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৩২)। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, চারদিন ধরে একটি লোক তাদের বাড়িতে ছিল। গত বুধবার তাকে পুলিশ ধরে নিয়ে গেছে।

জানতে চাইলে আলেয়া বেগম বলেন, ‘ননদের জামাই নুরুল ইসলামের সঙ্গে ওই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে আসে। সে চারদিন যাবত বাড়িতেই অবস্থান করছিল। তবে আমরা জানতাম না, সে কোনও মামলার আসামি কিনা।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কঠোর গোপনীয়তার সঙ্গে  নাঈম আশরাফকে গ্রেফতারের অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। স্থানীয় থানা-পুলিশও জানত পারেনি ধর্ষণ মামলায় আসামি নাঈমকে গ্রেফতারের জন্য ঢাকা থেকে পুলিশের দল আসছে। বুঝতে পারেনি এলাকাবাসীও। লৌহজং থানা পুলিশকে শুধু অবহিত করা হয়, ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল লৌহজং এলাকায় একটি অভিযান পরিচালনা করবে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ গোপনীয়তার সঙ্গে অভিযানটি চালানো হয়েছে। অভিযানের প্রায় একঘণ্টা আগে আমাকে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি দল লৌহজং এ অভিযান পরিচালনা করবে। কিন্তু তারা আর কিছুই জানাননি। আর আমিও জানতে চাইনি। অবশ্য পরে জানতে পারি বনানীর ধর্ষণ মামলার আসামি নাঈমকে গ্রেফতার করা হয়েছে। এর বেশি আমাদের জানা নেই।’

বৃহস্পতিবার আকুব আলীর বাড়িতে তার ছেলের বউ আলেয়া বেগম জানান, তার শ্বশুর ও শাশুড়ি গতকালই (বুধবার) বেড়াতে গেছেন। তিনি বলেন, ‘আমার শ্বশুর বাড়ি নদীর ওই পাড়ে ছিল। নদী ভাঙনের কারণে তিন-চার বছর আগে আমরা এই এলাকায় এসে বসবাস শুরু করি। শ্বশুর এলাকায় কৃষি কাজ করেন।আর  স্বামী দেলোয়ার হোসেন গাড়ি চালান। যে লোককে পুলিশ ধরে নিয়ে গেছে, সে আমার শ্বশুর বাড়ির কোনও আত্মীয় কিনা তা আমার জানা নেই। ননাসের জামাই এসে বলেছিল, লোকটার একটা সমস্যা হয়েছে। কয়টা দিন এখানে থাকবে। খুব একটা বাইরে বের হতো না। আর বের হইলেও রাতের বেলা বের হতো। সারাদিন ঘরেই থাকতো। পুলিশের লোক এসে আমাদের কিছু জিজ্ঞেস করেনি। হঠাৎ করে এসে তাকে নিয়ে চলে যায়।’

আলেয়া বেগম আরও বলেন, ‘এখানে আশ্রয়ের বিনিময়ে তার কাছ থেকে ননদ জামাই বা আমার স্বামী কোনও টাকা নিয়েছে কিনা আমার জানা নেই।’

স্থানীয় কুমারভোগ ইউনিয়নের মেম্বার কামাল হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকের  পুলিশ এসে এক আসামিকে ধরে নিয়ে গেছে। কিন্তু আমরা বুঝতেই পারিনি ধর্ষণ মামলার আসামি নাঈমকে পুলিশ গ্রেফতার করেছে।’ 

এলাকাবাসী জানান, উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের আকুব আলীর বাড়িটা গ্রাম থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গায় হওয়ায় নাঈম আশরাফ হয়তো এখানে আশ্রয় নিয়েছে। তারা জানান, গত সোম থেকে বুধবার এই তিন দিন গ্রামে কোনও বিদ্যুৎ ছিল না।এই সুযোগে সবার চোখ এড়িয়ে সে নিরাপদে লুকিয়ে থাকতে পেরেছে। তাছাড়া, গ্রামের অন্য বাড়ি থেকে আকুবের বাড়িটি কিছুটা দূরে হওয়ায় কেউ নজর দেয়নি। ওই বাড়িতে যাওয়ার কোনও রাস্তাও নেই।

উল্লেখ্য, রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই ছাত্রীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ছাত্রীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ধর্ষণের চিত্র ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে।

ধর্ষণ মামলার আসামিদের মধ্যে সাফাত আহমদ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে আগেই গ্রেফতার করা হয়।

আজ  (বৃহস্পতিবার) আসামি সাফাত ও সাদমান ঘটনার দায় স্বীকার করে ঢাকা মহনগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আর নাঈমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

/এসএমএ/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা