X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের রক্তি নদীতে বাল্কহেড আটকে রাখায় তিন উপজেলায় উত্তেজনা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৬:০৭আপডেট : ১৯ মে ২০১৭, ০৬:১৮

সুনামগঞ্জ

সুনামগঞ্জে রক্তি নদীতে বাল্কহেড নৌকা আটকে রাখায় তিন উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। গত চার দিন ধরে  দেড় লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার উপক্রম দেখা দিয়েছে। যেকোন সময় দ্বন্দ্ব,সংঘাতের আশঙ্কা করছেন এলাকার সচেতনমহল।

সরজমিনে ঘুরে দেখা যায়, জেলার একমাত্র নদী সুরমা থেকে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের পাশ দিয়ে রক্তি নামে একটি শাখা নদী বয়ে গেছে তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকার দিকে। এখানেই রয়েছে ফাজিলপুর বালিমহাল। এ মহাল থেকে  প্রতিদিন শত শত  বালু-পাথরবাহী বাল্কহেড নৌকা রক্তি নদী হয়ে সুরমা ঘুরে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিন্তু, বর্তমানে নদী ভাঙনের কথা বলে  বাল্কহেড আটকে রেখে ওই এলাকায় অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে রক্তি নদী দিয়ে বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানান জামালগঞ্জের একটি প্রভাবশালী মহল।  অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর এলাকায় লোকজন প্রতিপক্ষের  আন্দোলন প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি সরকারকে বেকায়দায় ফেলতে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বালি-পাথর ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে দ্বন্দ্ব, সংঘাতের সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে।

জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু জানান, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে এই আন্দোলন সাংঘর্ষিক এবং বেআইনি। ৫ দিন ধরে ৫০ টি বাল্কহেড বন্ধ, কোনও শ্রমিকের কর্মসংস্থান হয়নি। একটি স্বার্থন্বেশী মহল অসৎ উদ্দেশ্যে এ আন্দোলন করছে।

তিনি আরও বলেন, এটা সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য ষড়যন্ত্র। জামালগঞ্জ-তাহিরপুর ও বিশ্বম্ভরপুর তিন উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র। ডাম্পিংয়ের ক্ষেত্রে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার না করে যদি শ্রমিকরা কাজ করেন তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে কিন্তু সেদিকে দৃষ্টি দিচ্ছেন না আন্দোলনকারীরা।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, রক্তি নদীতে বাল্কহেড আটকে রেখেছে একটি মহল। আমরা তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার শ্রমিকেরা লাওরেরগড় এলাকায় সভা করেছি। যারা অবৈধভাবে নৌকা আটকে রেখেছে তাদের বিরুদ্ধে আইনি আশ্রয় নেবো, পাশাপাশি পরবর্তী আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ জানান, বাল্কহেড আটকে রাখা হচ্ছে না। নৌ-মাঝিদের বুঝিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, এলাকাবাসীর দাবির কারণে বাল্কহেড নৌকা চলাচল বন্ধ রয়েছে। তারপরও কিছু কিছু নৌকা চলাচল করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, তিন উপজেলা দ্বন্দ্ব ও সংঘাতের বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা