X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে' নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৮:৫৫আপডেট : ১৯ মে ২০১৭, ০৯:০২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরফে কালা রাসেল নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ মে) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া বিনি দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটককৃত আসামি ডাকাত রাসেলকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও ডাকাতদের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও দাবি করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. রাসেল নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন।

এদিকে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ডাকাত কালা রাসেলকে বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেফতারের পর শুক্রবার ভোর রাতে তাকে নিয়ে পুলিশ আরও অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় ডাকাত রাসেল গুলিবিদ্ধ হয়। একইসঙ্গে পুলিশের এস আই কুষিজন চাকমা, কনস্টেবল শামছুল হক, হেমায়েত হোসেন আহত হন। পরে আহত রাসেলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে ডাকাত রাসেল ও তার সহযোগী বাবলুকে অস্ত্র ও মাদকসহ আটক করে পুলিশ।

/এফএস/

আরও পড়ুন-
দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তে ফাঁক রাখতে চায় না পুলিশ

মরা গাছ যেখানে মরণ ফাঁদ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি