X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেশিরভাগ টাকা খরচ হয় অফিসারদের মাধ্যমে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৯:১৫আপডেট : ১৯ মে ২০১৭, ১২:৪৪

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেটের বেশিরভাগ টাকা খরচ হয় অনির্বাচিত অফিসারদের মাধ্যমে। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নয়। বাজেট নিবার্চিত জনপ্রতিনিধিদের বরাদ্দ বেশি করে দিতে হবে। কারণ জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা আছে। একজন ডিসি বা এমডির জবাবদিহিতা অনেক কম।’

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এক কর্মশালায় মেয়র আইভী এসব কথা বলেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলায় এই সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিষয় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ সিটি করপোরেশনের আওতায় না। কেন না? এগুলি একত্র করে সরকারকে আমাদের বলতে হবে, ‘আমাদের সিটি গভর্নমেন্ট দাও’।  সিটি গভর্নমেন্ট না হলে একজন  সিটি করপোরেশন মেয়রের পক্ষে অনেক কাজ করাই সম্ভব হয় না। এখন আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশকে ডাকতে হয়, ডিপিডিসিকে ডেকে বলতে হয় বিদ্যুৎতের তারগুলো এলোমেলোভাবে কেন পড়ে আছে? কিন্তু সিটি গভর্নমেন্ট হলে বিভিন্ন সংস্থা এক ছাতার নিচে এসে  সম্বনিতভাবে কাজ করতে  পারতো। এগুলো যখন  নির্বাচিত জনপ্রতিনিধি কাছে আসবে তখন ইলেকশনের ভয়েই হোক,  নাগরিক সেবা দেওয়ার প্রয়োজনেই হোক বা জনপ্রিয়তার ধরে রাখতেই হোক, জনপ্রতিনিধিরা কাজগুলো করতে বাধ্য হতো।’

সিটি মেয়র বলেন, ‘আমার নির্বাচনি স্লোগান ছিল- গ্রিন সিটি, ক্লিন সিটি, ওয়াটার ফর এভরিবডি। এখানে খোলা জায়গায় খেলার মাঠ, সিটি করপোরেশনের ৩৫টি পুকুর সংরক্ষণ ও সুইমিং পুল নির্মাণ করা হবে।’

শহরের প্রধান সড়ক দখল করে হকার বসা প্রসঙ্গে আইভী বলেন, ‘ঈদের আগে হকার হকার খেলা খেলতে দেওয়া হবে না। কোনও রক্তচক্ষুকে আমি ভয় পাই না। রোজার আগেই হকারদের সঙ্গে বসে আলোচনা করে হকারদের কোথায় কোথায় বসতে দেওয়া হবে তা নির্ধারণ করে দেওয়া হবে। পুলিশ এসে প্রথম রোজা থেকে হকারদের উচ্ছেদ করবে, আবার ১৫ রোজার পর টাকার বিনিময়ে তাদের আবার বসতে দেবে তা হবে না।’ 

কর্মশালায় সিটি করপোরেশনের প্রধান নিবার্হী মাহমুদুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন গনমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, সিটি এলায়েন্সের এশিয়া বিষয়ক উপদেষ্টা ড. ধীরাজ অজয় সুরী, পরামর্শক কে. রাজিভান, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার নেত্রী কল্পনা আক্তার,  বাংলাদেশ আভ্যন্তরিণ লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল, হকার্স সমিতির আব্দুর রহমান মুন্সি প্রমুখ। কর্মশালায় পরিকল্পনা উপস্থাপন করেন ড. শাহনেওয়াজ হোসেন।

/এফএস/ 
আরও পড়ুন-

দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তে ফাঁক রাখতে চায় না পুলিশ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা