X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আ.লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ মে ২০১৭, ২১:১৪আপডেট : ১৯ মে ২০১৭, ২১:২৫

ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে দলের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ পুরনো রাজনৈতিক দল। এই দল মুক্তিযুদ্ধের সময় সবার সামনে ছিল। আর এই দলের হাতেই আজ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে।’

শুক্রবার (১৯ মে) বিকালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দলের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে। তবে তার জন্য সহায়ক সরকার লাগবে। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। এমন নির্বাচনে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরিয়ে এনেছিল। আর সেটা করে তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি। একতরফা ওই নির্বাচনে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী করে তারা সরকার গঠন করে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। অতীতের সকল জড়তা, গ্লানি ধুয়ে মুছে আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়। সে কারণে দেশের মানুষের জন্য খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন।’

এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা