behind the news
Vision  ad on bangla Tribune

৩৯ দিনের লম্বা ছুটিতে ইবি

কুষ্টিয়া প্রতিনিধি১৮:২২, মে ২০, ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। শনিবার (২০ মে) থেকে এই ছুটি শুরু হয়েছে। শনিবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইবি কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ জুলাই পর্যন্ত ইবির সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২০ মে থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনও বিভাগ চাইলে ক্লাস বা পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন লজিস্টিক সহায়তা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৭ মে পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মে থেকে ১৯ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত প্রশাসনিক কাজও বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ছুটি শেষে আগামী ৪ জুলাই থেকে সকল প্রাতিষ্ঠানিক ও প্রশাসনকি কার্যক্রম যথারীতি চলবে। এছাড়াও আগামী ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে। ৩ জুলাই শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোও খুলে দেওয়া হবে।

/এমএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ