X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে পণ্য পরিবহনে কর্মবিরতি আরও একদিন বাড়লো

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৪:৫২আপডেট : ২২ মে ২০১৭, ১৫:২২

উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন কর্মবিরতি, বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়কে লাঠি হাতে পাহারায় শ্রমিকরা সাত দফা দাবি আদায়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন কর্মবিরতি আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

দাবি পূরণে সরকার থেকে কোনও উদ্যোগ না নেওয়ায় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিক-আপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সময় বৃদ্ধি করে।

সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ বলেন, ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিং-এর নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানিয়ে গত ২০ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সরকার কোনও সারা না দেওয়ায় ২১ মে সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন কর্মবিরতি শুরু হয়। প্রথমদিন পার হলেও সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন বিমাতা সুলভ আচরণ করায় কর্মবিরতি ২৪ ঘণ্টা বাড়িয়ে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত করা হলো।

আবদুল মান্নান আকন্দ আরও বলেন, এরপরও দাবি মানা না হলে ঈদ-উল-ফিতরের পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

এদিকে, সোমবার সকালে শহরতলির চারমাথা ও গোদারপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, উত্তরবঙ্গ মহাসড়কের বনানী, তিনমাথা, চারমাথা, ভবের বাজার, মাটিডালি মোড় এলাকায় বাস, কোচ ও প্রাইভেট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান, পিকআপ দেখা যায়নি। বগুড়া-নাটোর মহাসড়ক, বগুড়া-নওগাঁ, বগুড়া-জয়পুরহাট ও অন্যান্য সড়কে ওইসব যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক-মহাসড়কে পাহারা দিচ্ছেন। অনেক স্থানে পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে।

মহাস্থান বাজারের সাইদুর রহমান, আশেকুজ্জামান, ফরিদ হোসেন, মোস্তাফিজার রহমান, আবদুর রশিদসহ বেশ কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী জানান, মালিক-শ্রমিকদের কর্মবিরতি শুরু হওয়ায় তাদের কাঁচামাল সরবরাহ বন্ধ রয়েছে। অবিলম্বে এ কর্মসূচি প্রত্যাহার না হলে তাদের আড়তে থাকা কাঁচা শাক-সবজি পঁচে যাবে। এ অবস্থায় শুধু তারা নন; সকল কাঁচামাল ব্যবসায়ী চিন্তিত হয়ে পড়েছেন। তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা