X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন কর্মবিরতি স্থগিত

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১১:৩৩আপডেট : ২৩ মে ২০১৭, ১৩:০৭

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন কর্মবিরতি স্থগিত বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় শুরু হওয়া ৭২ ঘন্টার পণ্য পরিবহন কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ ঘোষণা দেওয়ায় বিভিন্নস্থানে আটকে থাকা পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। এতে বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি সাত দফা দাবি আদায়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় রবিবার (২১ মে) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ কর্মবিরতির ডাক দেয়। এ অচলাবস্থা নিরসনে সরকারিভাবে কেউ তাদের না ডাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা কর্মবিরতি বৃদ্ধি করা হয়। এতে বিভিন্ন স্থানে শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। কাঁচা শাক-সবজিতে পচন ধরতে শুরু করে। শুধু বগুড়ার মহাস্থান হাটে প্রতিদিন ৫০ লাখ টাকার সবজি বিক্রি বন্ধ থাকে। ফলে সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে আসে।

অধিকার আদায় বাস্তবায়ন কমিটি আহবায়ক বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান আকন্দ জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের চলমান ৭২ ঘন্টার পণ্য পরিবহণ কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সরকার থেকে ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা জেলা প্রশাসকের সাথে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিক-আপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি নেতাদের বৈঠক আছে।

এদিকে পণ্য পরিবহণ কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করার পরপরই উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আটকে পড়া পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য গাড়ি চলাচল শুরু করেছে। হাট-বাজারগুলোতে প্রাণচাঞ্চল্যে ফিরে এসেছে। কৃষক ও অন্যান্য পেশার মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’