X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্লগার অনন্ত হত্যা মামলার বিচার শুরু

সিলেট প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৪:২৫আপডেট : ২৩ মে ২০১৭, ১৪:২৭

অনন্ত বিজয় দাশ সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে চার্জ গঠন করা হয়। এর আগে গত ৮ মে সিলেটের মহানগর দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার চার্জ গঠন করেছেন সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা। মঙ্গলবার (২৩ মে) দুপুরে তিনি এ চার্জ গঠন করেন। চার্জ গঠনের মধ্যে দিয়ে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার বিচার শুরু হলো।

তিনি আরও জানান, আলোচিত এ মামলার পরবর্তী তারিখ আগামী ২০ জুন। এ মামলায় অভিযোগপত্র থেকে ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়। আগের অভিযোগপত্রে ৫ জনকে আসামি করা হলেও সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে উগ্রপন্থী ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম।

চার্জভুক্ত আসামিরা হলো- আবুল হোসাইন (২৫), ফয়সল আহমদ (২৭), হারুনুর রশীদ (২৫), মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি ওরফে এবি মান্নান (২৪), আবুল খায়ের রশীদ আহম্মেদ (২৪) ও সফিউর রহমান ফারাবি ওরফে ফারাবি সাফিউর রহমান (৩০)। এর মধ্যে প্রথম তিন আসামি পলাতক ও অপর তিন আসামি কারগারে রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেটের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার দুর্বৃত্তদের হাতে খুন হন অনন্ত বিজয় দাশ (৩২)। এ ঘটনার একদিন পর অনন্তের বড় ভাই রত্নশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমান বন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না