X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেটে আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ

সিলেট প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৭:৫৩আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:১৩

সিলেটে শুল্ক গোয়েন্দাদের হাতে জব্দ দিলদার আহমেদের গাড়ি সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন জিন্দাবাজারের একটি বাসা থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান চালিয়ে একটি মার্সিডিজ ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-গ-৩১-৮৮৫৬) গাড়ি জব্দ করেছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সিলেটের শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘গাড়িতে থাকা কাগজপত্রে দিলদার নামে এক ব্যক্তির নাম পাওয়া গেছে। তবে এই দিলদার আপন জুয়েলার্সের মালিক কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি জানান, ২০১১ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের ওই গাড়িটি ২০১৫ সালের দিকে রেজিস্ট্রেশন করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বাড়ি। তার শ্বশুর বাড়ি সিলেট নগরের শেখঘাট এলাকায়। দিলদার আহমেদের শ্বশুরকে ওই এলাকায় সবাই মতিন মিয়া নামেই চেনেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, এই গাড়িটি নিয়ে গত ৮মে সিলেটে এসেছিল বনানীতে দুই ‍শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি সাফাত, সাকিফসহ কয়েকজন। ওই দিন দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলামের ঠাকুরবাড়ি টিল্লাপাড়ার ‘রিজেন্ট পার্ক রিসোর্টে’ তারা রুম ভাড়া নিতে গিয়েছিল। কিন্তু রুম ভাড়া না পেয়ে সাফাত তার মামা মাসুমের সহযোগিতায় সাকিফকে নিয়ে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকায় লন্ডন প্রবাসী মামুনুর রশীদের বাড়ি ‘রশীদ ভিলায়’ আত্মগোপনে থাকে। 

এরপর ১১ মে ঢাকা থেকে পুলিশের একটি দল প্রযুক্তি ব্যবহার করে সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় ওই বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। তাদেরকে ১০ মে রাত ১১টায় ওই বাসায় নিয়ে যান সাফাতের মামা মাসুম। আত্মগোপনের সুবিধার্থে মার্সিডিজ ব্র্যান্ডের ওই গাড়িটি তাদের আত্মীয় কারও কাছে রাখা হয়েছিল বলে শুল্ক গোয়েন্দাদের ধারণা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন গত  ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়,  ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ তার জন্মদিনের দাওয়াত দেয় দুই তরুণীকে। এরপর  বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে তাদের নিয়ে যাওয়া হয়। এরপর হোটেলের কক্ষে আটকে রেখে তাদের ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয়েছে। মামলার আসামি সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে ইতোমধ্যে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলার মূল আসামি সাফাতের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের মালিক। 

/বিএল/এপিএইচ/

আরও পড়ুন: 

রেইনট্রির বিরুদ্ধে মাদক, ভ্যাট এবং শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হবে 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি