X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় শিক্ষক ওএসডি

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০১৭, ২০:২৬আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৫৩


রাবির হলে উদ্ধার হওয়া খাতার একাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল থেকে এবারের এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র উদ্ধারের ঘটনায় প্রধান পরীক্ষক ও নিউ গভঃ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. আবুল কালামকে (৪৫৭০) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


মঙ্গলবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়। সরকারী কলেজ-১ এর সিনিয়র সহকারি সচিব আবু কায়সার খান আদেশে স্বাক্ষর করেন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার ‘মন্ত্রণালয় থেকে আবুল কালামকে ওএসডি করা হয়েছে। পরবর্তি যে নির্দেশনা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ড শাহ মখদুম কলেজের প্রভাষক মাসুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে।’

সোমবার (২২ মে) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে পরিত্যক্ত অবস্থায় এইচএসসি’র ১০০ উত্তরপত্র উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ওই উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। ওই ছাত্রী তার এক বন্ধু তাকে উত্তরপত্রগুলো মূল্যায়েনের জন্য দিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দিয়েছিলেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন ওই উত্তরপত্র। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।

প্রশ্নপত্র উদ্ধারের ঘটনায় সোমবার (২২ মে) রাজশাহী নগরীরর নিউ গভঃ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আবুল কালাম এবং শাহমখদুম কলেজের একই বিভাগের প্রভাষক মাসুদুল হাসানকে তলব করে রাজশাহী শিক্ষা বোর্ড।

এই ঘটনায় মঙ্গলবার রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা