X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বিকাশে টাকা পাঠান, ভেরিফিকেশন রিপোর্ট পাঠিয়ে দেবো’

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৩ মে ২০১৭, ২১:০২আপডেট : ২৩ মে ২০১৭, ২১:৫৯

‘জরুরি ভিত্তিতে গত ২ মে পাসপোর্টের জন্য আবেদন করি। দুই সপ্তাহের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়ার কথা। কিন্তু আজ ২০ দিন চলছে, এখনও তা হাতে পাইনি। খোঁজ নিয়ে জেনেছি এখনও পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হয়নি।’ অভিযোগের সুরে কথাগুলো জানালেন একটি ইংরেজি দৈনিকের চট্টগ্রাম অফিসে কর্মরত রুবেল পারভেজ। সোমবার দৈনিকটির চট্টগ্রাম বিভাগীয় অফিসে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নিজের এমন আক্ষেপের কথা জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস রুবেল পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (১৯ মে) অপরিচিত এক ব্যক্তি আমার মোবাইলে কল করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে বলেন, আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আমি হ্যাঁ বললে তিনি বলেন, কোথায় আছেন? আমি শহরে আছি জানানোর পর তিনি বলেন, একটা বিকাশ অ্যাকাউন্ট দিচ্ছি, ওটাতে একহাজার টাকা পাঠিয়ে দিন, আপনার ভেরিফিকেশন রিপোর্ট পাঠিয়ে দেবো।’ আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে তিনি আর বিকাশ নম্বর পাঠাননি, বলে জানান এই ভুক্তভোগী।

পুলিশ ভেরিফিকেশন নিয়ে একই রকমের বিড়ম্বনায় পড়েছেন নগরীর মুরাদপুরের স্টাইল লিভিং আর্কিটেক্টস লিমিটেডে কর্মরত স্থপতি রাকিবুল হাসান। তিনি বলেন, ‘৬ ডিসেম্বর আবেদনের পর ১১ জানুয়ারি আমার বর্তমান ঠিকানায় খোঁজ নিতে এক পুলিশ সদস্য আসেন। তিনি বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে খুঁটিনাটি ভুল ধরার চেষ্টা করতে থাকেন। শেষমেষ কোনও ভুল না পেয়ে তিনি আমার কাছে গাড়ি ভাড়া দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি চলে যান।’

রাকিবুল হাসান বলেন, ‘দুই মাস পর নগরীর দুই নম্বর গেটস্থ অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কার্যালয়ে খোঁজ নিতে গেলে তারা জানান, আপনার ফাইল এখনও আমাদের অফিসে আসেনি। ফাইল বিশেষ শাখায় (এসবি) আছে। পরে এভাবে কয়েকবার এসবি অফিস ও ডিএসবি অফিস যাওয়া-আসার পর আবেদনের পাঁচ মাসের মাথায় পাসপোর্ট হাতে পাই।’

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস শুধু পারভেজ কিংবা রাকিবুল হাসান নয়, অভিযোগ রয়েছে পাসপোর্ট তৈরি করতে গিয়ে ভেরিফিকেশনের নামে প্রতিদিন পুলিশি হয়রানি শিকার হচ্ছেন শত শত মানুষ। কোনও ধরনের অপরাধের সঙ্গে যুক্ত না থাকার পরও ভেরিফিকেশনের সময় ৫০০ থেকে দেড় হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে পাসপোর্ট প্রার্থীদের। আর কেউ টাকা দিতে না চাইলে তাকে পাসপোর্ট অফিস থেকে ডিএসবি অফিস ধর্ণা দিতে হচ্ছে বারবার। তাতেও কোনও কাজ হয় না, কোনও না কোনও পর্যায়ে গিয়ে আবেদনকারীকে টাকা দিতেই হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, পুলিশ ভেরিফিরেকশন সময়মতো না পাওয়া যাওয়ায় দ্রুত পাসপোর্ট পাচ্ছেন না আবেদনকারীরা। এ অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন সময় মতো না আসার কারণেই অধিকাংশ ক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হয়। ভেরিফিকেশন রিপোর্ট পেলে মাত্র চারদিনের মধ্যে আমরা পাসপোর্ট আবেদনকারীর হাতে তুলে দিতে পারি।’

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোখলেসুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করি নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন রিপোর্ট পাঠিয়ে দিতে। বিশেষ ক্ষেত্রে হয়তো দু-একদিন এদিক ওদিক হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনকারী চট্টগ্রামে আছেন, কিন্তু তার স্থায়ী ঠিকানা পঞ্চগড়ে। তখন দুই এলাকায় ভেরিফিকেশন করতে গিয়ে দেরি হয়।’ তবে নগরের বিশেষ শাখা থেকে সব সময় নির্ধারিত সময়ে রিপোর্ট পাঠানো হয় বলেও তিনি জানান।

ভেরিফিকেশন রিপোর্ট প্রদানের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভেরিফিকেশন রিপোর্টের বিনিময়ে টাকা গ্রহণের সুযোগ নেই। সরকার তাদের বেতন দিচ্ছে। তাই গাড়ি ভাড়া অথবা অন্যকোনও অজুহাতে টাকা নেওয়ার সুযোগ নেই। এরপরও এ ধরনের কোনও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ওই বিষয়ে ব্যবস্থা নেবো।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘প্রায়ই দেখা যায় যিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি শহরে থাকছেন। তাই ডিএসবি অফিসাররা উনার গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পায় না। পরে বাধ্য হয়ে আমরা সিটি এসবি’র শরণাপন্ন হই। এ কারণে একটু বিলম্বিত হয়।’

টাকা গ্রহণের অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘কোনও রকম আর্থিক লেনদেন ছাড়াই পুলিশি ভেরিফিকেশন করা হয়। কেউ টাকা নিয়ে থাকলে অবশ্যই অপরাধ করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমপি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা