X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিসি-প্রোভিসি ও ট্রেজারার শূন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০১৭, ২৩:৪১আপডেট : ২৪ মে ২০১৭, ০০:০১

ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার শুন্য হয়ে পড়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দ্রুত ওইসব পদে নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আগে, গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের চারবছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ শূন্য রয়েছে। এছাড়া দীর্ঘদিন থেকে প্রো-ভাইস চান্সেলর ও ট্রেজারের পদও শূন্য। এতে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের দফতরগুলোও স্থবির হয়ে পড়েছে।

জানা যায়, বিগত ২০১৩ সালের ৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে চারবছরের জন্য মাভাবিপ্রবি’র পঞ্চম ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ৩ মে তার মেয়াদ শেষ হয়। এদিকে, ২০১৪ সালের ৩১ মে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি’র পদটি শূন্য রয়েছে। ফলে উপাচার্য পদটি শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনে কেউই থাকছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষার ফল প্রকাশ, মূল সনদপত্র উত্তোলন, অর্থ সংক্রান্ত অনুমোদন, একাডেমিক সভা, শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, বেতন ভাতা ও ঋণ পাস, বিদেশ গমন, বিভিন্ন সভা-সেমিনার আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ এ কারণে বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন শিক্ষা ও গবেষণার কাজে দেশের বাইরে যাওয়ার জন্য আবেদন করা শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ‘ভাইস চ্যান্সেলর হলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। দীর্ঘদিন এ অবস্থায় থাকলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে যেতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ভাইস চ্যান্সেলর না থাকায় বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ভিসিবিহীন অবস্থায় চললে বিশ্ববিদ্যালয়ে নানা সংকট তৈরি হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাফিজুর রহমান জানান, আমরা আশা করছি অতি দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে। ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেলে পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমকে বিশ্বদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সম্পন্ন করতে কোনও বাধা থাকবে না।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা