X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরে আটকা পড়েছে দুটি নৌযান পন্টুন, পালিয়েছে আরও ৩টি

আবুল হাসান, মংলা
২৪ মে ২০১৭, ১১:১১আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:১২

মংলা বন্দরে আটকা পড়েছে দুটি নৌযান পল্টুন আদালতের নিষেধাজ্ঞার কারণে মংলা বন্দরে আটকা পড়েছে মেঘনা ও কাচপুর সেতুর পাইপ বহনকারী দুটি নৌযান পন্টুন। মঙ্গলবার বন্দর জেটি সংলগ্ন পশুর নদীতে ভিয়েতনাম থেকে আনা পাইপ বহনকারী নৌযান পন্টুন নীলাদ্রি ও রিভার কিং-২ কে আটকে রাখে পুলিশ। মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক  (সেকেন্ড অফিসার) মঞ্জুর এলাহী বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়ে এ দুটি পন্টুনকে আটকে রাখি আমরা।’

এসময় তিনি দাবি করেন, এর আগে সঠিক সময়ে আদালতের আদেশ না পাওয়ায় এ বন্দর থেকে জেরিন, রিভার কিং-১ এবং সিগাল নামে আরও ৩ টি নৌযান পন্টুন তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞার কপি

পুলিশ ও মামলার সূত্র থেকে জানা যায়, চুক্তি ভঙ্গ এবং ৫ কোটি টাকা পাওনা পরিশোধ না করায় নিপ্পন এক্সপ্রেস লি. নামে বাংলাদেশি একটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্রগ্রামের নিম্ন আদালতে মামলা ঠুকে দেন মো. হামিদুর রহমান নামের এক ব্যক্তি। গত ১৯ মার্চ দাখিলকৃত মামলায় আসামি করা হয় প্রতিষ্ঠান এবং এর মালিক (জাপানি নাগরিক) তামুহিরো তামুরা ও ম্যানেজার রেজাউল আলমকে।

আদালতের নিষেধাজ্ঞার কপি

মংলা বন্দর সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানটি কাচপুর ও মেঘনা সেতুর জন্য গত ১৯ এপ্রিল ভিয়েতনাম পতাকাবাহী ভি এস এম টু জাহাজে করে ৩ হাজার ২’শ মেট্রিক টন পাইপ নিয়ে মংলা বন্দরে আসে। এ খবরে বাদী পক্ষের আবেদনে আমদানিকৃত পণ্য মংলা বন্দর ত্যাগ না করাসহ নিপ্পন এক্সপ্রেস লি. নামের আমদানিকারক প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করে গত ২৩ এপ্রিল  আদেশ দেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার নীলাদ্রি ও রিভার কিং-২ নৌযান পল্টুন দুটি পণ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে।

এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ মে জেরিন, সিগাল এবং রিভার কিং-১ নামে আরও তিনটি নৌযান পন্টুন ওই প্রতিষ্ঠানের পণ্য নিয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেন মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের পাইলট ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তবে পুলিশের দাবি সেময় তাদের হাতে আদালতের আদেশ কপি এসে পৌঁছায়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 
রোড টু ইলেভেন: কখন কী করবে ইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট