X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রশস্ত হচ্ছে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৪ মে ২০১৭, ১১:১৬আপডেট : ২৪ মে ২০১৭, ১২:২৪

কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশস্ত হতে যাচ্ছে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক। সড়ক ও জনপথ বিভাগ কুড়িগ্রামের অধীনে আগামী অর্থবছর এ কাজ শুরু হবে বলে ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের ত্রি-মোহনী মোড় থেকে রাজারহাট হয়ে তিস্তা পর্যন্ত প্রায় ১৯ দশমিক ০৯ কিলোমিটার সড়কের প্রশস্ত করার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ মে পরিকল্পনা মন্ত্রণালয় এ কাজের প্রাক্কলন অনুমোদন করেছে। ফলে সব কিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হবে। দুই বছর মেয়াদী ১২ ফিট থেকে ১৮ ফিট প্রশস্তকরণ এ কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি ৮৬ লাখ টাকা।

কুড়িগ্রাম থেকে রাজারহাট উপজেলায় প্রবেশের এই প্রধান সড়কটি নানা কারণে জেলার সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ। রাজারহাট উপজেলায় প্রবেশ ছাড়াও এই সড়ক দিয়ে তিস্তা হয়ে রংপুর যেতে প্রায় ৬ কিলোমিটার দূরত্ব কম। দূরত্ব ও সময় কম লাগার কারণে অনেকের কাছে এই সড়কটির গুরুত্ব অনেক। গুরুত্ব ও কুড়িগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম সফরে সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘এ প্রকল্পটি কুড়িগ্রামকে অন্য জেলার সমান উন্নত করতে প্রাধানমন্ত্রীর প্রয়াস। তিনি শুধু কুড়িগ্রামের দারিদ্র বিমোচনেরই উদ্যোগ নেননি, পাশাপাশি তিনি এই জেলার রেল ও সড়ক যোগাযোগের  উন্নয়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘সড়কটি প্রশস্ত হলে জেলার মানুষের যোগাযোগ দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি অন্য জেলার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং জেলার মানুষের উন্নয়ন তরান্বিত হবে।’

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম ট্রিবিউনকে বলেন, ‘এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি প্রকল্প। এটি বাস্তবায়ন হলে কুড়িগ্রাম থেকে রাজারহাট হয়ে তিস্তা ও রংপুরের যোগাযোগ অনেকটাই সহজ হবে। আমরা আশা করছি আগামী অর্থ বছর থেকেই দু’বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো। ’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’