X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সরকারি উন্নয়ন প্রকল্পের খবর পরিবেশনের আহ্বান তথ্য কর্মকর্তার

চট্টগ্রাম প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:৩৮

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার (ছবি: রবিন চৌধুরী) সরকারের উন্নয়ন প্রকল্প তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার কামরুন নাহার।

প্রধান তথ্য অফিসার বলেন, ‘তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ততই জনসচেতনতা বাড়ে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর মিডিয়া কর্মীরা হলেন চেইঞ্জ এজেন্ট। আপনারা সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করুন। সরকার যেসব প্রকল্প নিয়ে কাজ করছে, সেগুলো আপনারা জনগণের কাছে তুলে ধরুন।’

বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া ১০টি উদ্যোগ অবহিত করতে এ সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম।

সভায় কামরুন নাহার বলেন, ‘জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র, ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে ১০টি উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার ওই ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং করতে এসেছি। আপনারা এই উদ্যোগগুলো নিয়ে লিখেন, ফিচার করেন। উদ্যোগগুলো ব্র্যান্ডিং করেন।’

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বিভাগীয় কমিশনার অফিসের উপ-পরিচালক মিজানুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগগুলো হলো একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা প্রকল্প।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট