X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রমজানে পানি সরবরাহ অব্যাহত রাখতে খুলনা ওয়াসার ১৩ সিদ্ধান্ত

খুলনা প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ২৫ মে ২০১৭, ১৫:০৩

রমজানে পানি সরবরাহ অব্যাহত রাখতে খুলনা ওয়াসার ১৩ সিদ্ধান্ত

আসন্ন রমজানে পানি সরবরাহ অব্যাহত রাখতে খুলনা ওয়াসা কয়েকটি উদ্যোগ নিয়েছে। ১৬ মে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠিত এক কর্মী সভায় এ  সিদ্ধান্ত নেওয়া হয়।  খুলনা ওয়াসার সচিব মু. বিল্লাল হোসেন খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই পত্রে জানানো হয়, ১৬ মে অনুষ্ঠিত কর্মীসভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো, ইফতারের সময় পথচারীদের পানি সরবরাহ করার জন্য মহানগরীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ পানির ব্যবস্থা করা। স্থানগুলো হলো, নতুন বাজার, সাত রাস্তার মোড়, বড় বাজারের হেলাতলা মোড়, বয়রা পাবলিক কলেজের মোড়, ময়লাপোতা সন্ধ্যা বাজার এবং খালিশপুরের চিত্রালী সিনেমা হলের সামনে। এছাড়া লোডশেডিং এর কারণে যদি পাম্প বন্ধ থাকে তা হলে অতিরিক্ত সময় পাম্প চালিয়ে পানি সরবরাহের ব্যাবস্থা করা, জরুরি ভিত্তিতে নলকূপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ মজুদ রাখা এবং নলকূপের পাম্প বা মটরে কোনও সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঠিক করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অঞ্চল ভিত্তিক জনবল প্রস্তুত রাখা, প্রতিটি পাম্প হাউসের আঞ্চলিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের নাম ও টেলিফোন নম্বর সম্বলিত সাইনবোর্ড দেওয়া, পাম্প চালকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নিয়মিত পাম্প পরিদর্শনের নির্দেশ দেওয়া, কেসিসির প্রতিটি ওয়ার্ডে নলকূপ মেরামত সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য রেজিস্টার রাখাসহ দ্রুত মেরামতের ব্যাবস্থা নেওয়া কথা বলা হয়েছে।

খুলনা ওয়াসার চারটি আঞ্চলিক জোনের পাম্প পরিদর্শনের জন্য ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ঈদের ছুটির সময় পানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বিশেষ টিম গঠন করা হবে। তখন শিফটের ভিত্তিতে সংশ্লিষ্টরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া পানি সরবরাহ অব্যাহত রাখা এবং কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের লক্ষে খুলনা ওয়াসা ভবনে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে- ০১৯৯৯-৪৪৫৫৬৬।

/জেবি/

আরও পড়তে পারেন: গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল