X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৪ সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৫:৩৬আপডেট : ২৫ মে ২০১৭, ১৫:৪৩

জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৪ সদস্য আটক ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, বোম তৈরির বিস্ফোরক , জিহাদি বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। বুধবার (২৪ মে) গভীর রাত থেকে বৃহস্পতিবার (২৫ মে) সকাল পর্যন্ত টানা এ অভিযান চলে।
আটকৃতরা হলো- বাগেরহাটের শায়েখ আবু ইউশা মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে ইমন (২৮) রাজশাহীর মো. আনোয়ার হোসেন (৫০) বরগুনার মো. মাহবুবুর রহমান নাজমুল ওরফে উকিল ওরফে রোশান (২৮) ও বরিশালের কাইসার সিকদার ওরফে কাউসার বিন আব্দুল আলিম ওরফে মাসুদ ওরফে শুভ (২৫) ।
র‌্যাব- ১১ (সিও) লে. কর্নেল কামরুল হাসান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ আটকৃতদের মধ্যে বাগেরহাটের শায়েখ আবু ইউশা জেলার সোনারগাঁও উপজেলার একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সে শায়খ আব্দুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রেজাউল করিম রাজুর মাধ্যমে জেএমবিতে যোগ দেয়। পরে ২০১৫ সালের শেষের দিকে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেয়। সে জেএমবির গায়েরে এহসার সদস্য আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবারের কাছে গোপন রাখে।’
র‌্যাব-১১ এর সিও বলেন, ‘আটককৃত আরেক সদস্য বরগুনার মাহবুবুর রহমান এলইডি লাইটিংয়ের ব্যবসা করে। সে জেএমবির সামরিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করছে। সে কাইয়ুম হাওলাদারের মাধ্যমে জেএমবিতে যোগ দেয়। এছাড়া আটককৃত কাউসার সিকদার একজন বালু ব্যবসায়ী। সে মো. কাইয়ুম হাওলাদারের মাধ্যমে জেএমবির সাংগঠিনক কার্যক্রম শুরু করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান