X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মহাজন হত্যা মামলা: ৫ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৭:১৬আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:১৭

আদালত গোপালগঞ্জে গ্রাম্য মহাজন সিরাজুল হক ছিরু মোল্ল্যা হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় ১৭ আসামিকে যাবজ্জীবন ও ৩ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন – জাকারিয়া শাফু, আলীউজ্জামান ওরফে খোকা মাস্টার, শাহাদত হোসেন, হেমায়েত উদ্দিন ও শাজাহান। এদের মধ্যে সাফু ও শাজাহান পলাতক রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কায়কোবাদ ওরফে মানিক ফকির, মোজাফ্ফর হোসেন, ফায়েক, পারভেজ ওরফে শাহানূর, মোশারেফ হোসেন, লুথু মোল্লা, ইমারত হোসেন পাচু, হাসান, শাহা আলম, লায়েক মোল্লা, সেলিম, ফজু, ফারুক, রহমান, ফরমান, বায়োজিত ও মো. ফারুক মিয়া।
এছাড়া ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্তরা হলেন- হাসান, ফজু ও শাহা আলম ।
ওই আদালতের এপিপি শহীদুজ্জামান পিটু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে। ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজনই পলাতক রয়েছেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী কাজী নাজমুল ইসলাম জানান।
তিনি আরও জানান, ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বেঞ্চ সহকারী কাজী নাজমুল ইসলাম বলেন, ৩৭ আসামির মধ্যে ২ জন আসামি ইতোমধ্যেই মারা গেছেন। যাবজ্জীবন দন্ডাপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে ২ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে ১৯৯৯ সালের ১৫ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়।
ওইদিন দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা মসজিদ থেকে নৌকায় বাড়ি ফিরছিলেন । ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশসহ নৌকা পানিতে ডুবিয়ে দেয়।
পরের দিন ছিরুর স্ত্রী আমেনা বেগম ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি হত্যা হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে কাশিয়ানী থানার এসআই ২০০০ সালের ১৭ জানুয়ারি ৩৭ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালতে বিচার কাজ শুরু হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. ইসমাইল হোসেন এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমার আদালতে সাক্ষ্য প্রামাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি । তাই বিচারক আসামিদের দোষি সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। এতে আইনের শাসনের প্রতিফলন ঘটেছে। বর্বরোচিত নির্মম হত্যাকাণ্ডে আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে মামলার বাদী আমেনা বেগম ও তার পরিবার খুশি হয়েছেন।’
আসামী পক্ষর আইনজীবী ফজলুল হক খান খোকনের সহকারী অ্যাড.তফছির বিশ্বাস এ রায়কে প্রত্যাখ্যান করে বলেন, ‘এ আদালতে আসামিরা ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখানে আসামিরা ন্যায় বিচার পাবেন।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী