X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
২৬ মে ২০১৭, ০৯:৫০আপডেট : ২৬ মে ২০১৭, ০৯:৫৯

রাবির হলে উদ্ধার হওয়া খাতার একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। বোয়ালিয়া থানায় মামলা নম্বর ৭১।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ডিউটি অফিসার এসআই  সোলাইমান বলেন, ‘মামলা হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

এ ব্যাপারে মামলার বাদী রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

এর আগে এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।একইদিন মন্ত্রণালয় থেকে নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালামকে ওএসডি করা হয়। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ড থেকে শাহ মখদুম কলেজের প্রভাষক মাসুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে।

প্রসঙ্গত, গত ২২ মে বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে পরিত্যক্ত অবস্থায় এইচএসসি’র ১০০ উত্তরপত্র উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ওই উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। ওই ছাত্রীকে তার এক বন্ধু উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দিয়েছিলেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন ওই উত্তরপত্র। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ