X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে আদালতের স্টাফকে প্রকাশ্যে পেটালেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১২:১৫আপডেট : ২৬ মে ২০১৭, ১২:২৩

 

আদালতের স্টাফ সুমন সরকারকে পেটানো হচ্ছে মোটরসাইকেলের হর্ন দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টাফ সুমন সরকারকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় এক পুলিশ সদস্য তাকে বাঁচাতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতপাড়ায় হেফাজতের মামলায় রফিউর রাব্বির হাজিরা উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হেফাজতে ইসলামীর মামলায় রফিউর রাব্বির সমনের দিন ধার্য ছিল। এ কারণে সকাল থেকে আদালতপাড়ায় আওয়ামী লীগ ও হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা আদালতপাড়ার প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টাফ সুমন সরকার মোটরসাইকেলে আদালতপাড়ায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মানুষের জটলা দেখে তিনি মোটরসাইকেলের হর্ন বাজান। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কিল ঘুষি মারধর করেন। একপর্যায়ে সুমন সরকারকে টেনেহিঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ বাদলের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি মোটরসাইকেল আরোহী সুমনা সরকারকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় আদালত পাড়ায় উপস্থিত এক পুলিশ সদস্য তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নির্যাতনের শিকার সুমন সরকার বলেন, তিনি মোটরসাইকেলে অফিসের যাচ্ছিলেন। আদালত পাড়ায় মানুষের ভীড়ের কারণে দুর্ঘটনা এড়াতে তিনি হর্ন বাজিয়ে আস্তে আস্তে যাচ্ছিলেন। এ সময় আদালত পাড়ায় রাস্তার উপর দাঁড়িয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে কথা বলছিলেন। সাইড নেওয়ার জন্য তিনি হর্ন বাজান। এতে মোবাইল ফোনে কথা বলতে থাকা ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাকে কিছু লোক টেনেহিঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে ওই লোকটার সামনে নিয়ে তাকে  এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারে।

প্রকাশ না করার শর্তে কোর্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, আদালতের স্ট্রাফ সুমনকে বাঁচাতে গিয়ে এক পুলিশ সদস্যও লাঞ্চিত হয়েছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। ওই যুবক আদালত চত্বরে একজনের গায়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। আমি গিয়ে তাকে উদ্ধার করি।’

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান