X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিঠু হত্যার প্রতিবাদে শনিবার খুলনায় বিএনপির আধাবেলা হরতাল

খুলনা প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১৫:৪৩আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:৪৩

বিএনপি নেতা মিঠু দেহরক্ষীসহ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে খুলনায় শনিবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় এ হরতাল কর্মসূচি পালিত হবে। এছাড়া হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি চার দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে একই স্থানে মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয়। 

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, শনিবার হরতাল চলাকালে সকাল ১১টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে যৌথ বিক্ষোভ সমাবেশ। একই দিন খুলনা বিভাগের অপর ৯ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল এবং সোমবার মিঠু হত্যার বিচার দাবিতে ডিআইজি ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পেশ। এ সময়ের মধ্যে খুনীরা ধরা না পড়লে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু বলেন,‘পরিকল্পিতভাবে ও ঠান্ডা মাথায় খুনীরা ফুলতলা বিএনপির নেতা সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষীকে হত্যা করেছে। কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর তারা দানবীয়রূপে অফিসের ভেতরে, সাইনবোর্ডে ও গেটে ক্রমাগত গুলি করেছে।’

তিনি আরও বলেন, এর আগেও একাধিবার হত্যার উদ্দেশ্যে মিঠুর ওপর হামলা চালানো হয়। তারও আগে খুনীরা মিঠুর বাবা উপজেলা চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও তার ভাই জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বাদলকে গুলি করে হত্যা করেছিল। তিনি প্রশ্ন রাখেন, একটি পরিবারের সব সদস্যকে একের পর এক হত্যা করা হবে, আর খুনীরা মাথা উচু করে প্রকাশ্যে চলাফেরা করবে, এত  সাহস তারা পায় কোথা থেকে? সরকার ও পুলিশ প্রশাসনের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোনও হত্যাকাণ্ড ঘটলেই আমরা পুলিশের তৎপরতা দেখতে পাই। মোড়ে মোড়ে চেকপোস্ট বসে। যানবাহনে তল্লাশি হয়। ব্লক রেইড হয়। অথচ মিঠুসহ ডাবল মার্ডার হওয়ার পরে আমার সারা রাতেও ফুলতলায় বা খুলনায় পুলিশের কোনও ধরনের তৎপরতা দেখলাম না। অভিযোগ রয়েছে, খুনীরা নাকি ডিবি লেখা পোশাক পড়ে মিঠুর অফিসে ঢুকেছিল। আর এখন খুনীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। তাহলে কি এর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে?

এ সময় উপস্থিত ছিলেন কেসিসির মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশের গাজীকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

/বিএল/ 

আরও পড়ুন:
খুলনায় দেহরক্ষীসহ খুন হলেন বিএনপি নেতা মিঠু

‘পারিবারিক দ্বন্দ্বে’ বাবা ও ভাইয়ের পর খুন হলেন মিঠু 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়