X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে আবারও আগুন

মংলা প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১৯:০০আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:২২

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

সুন্দরবনে আবারও আগুন লেগেছে। শুক্রবার (২৬ মে) সকালে চাদপাই নাংলি ক্যাম্পের মাদ্রাসাছিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চাদপাই রেঞ্জর সহকারী কর্মকর্তা (এসিএফ) মেহেদীজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসিএফ মেহেদীজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডে বনের প্রায় দুই একর এলাকা পুড়ে গেছে।’ তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনও তথ্য জানাতে পারেননি তিনি।

চাদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তিনটি ইউনিট কাজ করছে। বিকাল ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও ধোঁয়া বের হচ্ছে।’

ওসি মিজানুর রহমান আরও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে প্রথমে আগুনের খবর জানতে পারি। এরপর আগুন নেভানোর জন্য তোড়জোড় শুরু হয়।’ হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে, সুন্দরবনের পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকতা (ডিএফও)সাইদুল ইসলামের বরাত দিয়ে আমাদের বাগেরহাট প্রতিনিধি এস এম শামছুর রহমান জানান, আগুনের ঘটনা তদন্তে এসিএফ মেহেদীজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ৪ এপ্রিল সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় আগুন লাগে। সেসময় অন্তত ১০ একর বনভূমি পুড়ে যায়। এ নিয়ে গত ১৪ বছরে ১৬ বার আগুন লাগলো সুন্দরবনে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা