X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিতে খলনায়িকা হয়ে থাকবেন খালেদা: তথ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
২৬ মে ২০১৭, ২১:০০আপডেট : ২৬ মে ২০১৭, ২১:০৯

বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

ডানে রাজাকার আর বামে মানবতাবিরোধী অপরাধী থাকায় খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচারের বিরোধিতা করে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘জামায়াত-শিবিরের জঙ্গি ও মানবতাবিরোধী অপরাধীদের না ছাড়লে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে খলনায়িকা হয়ে থাকবেন।’

শুক্রবার (২৬ মে) বিকালে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় জাসদ সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদের ছেলে ও স্কুলছাত্র মাসুক ফেরদৌসের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে জেলা জাসদ।

হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালান। আর বিরোধী দলে থাকলে মানুষ পোড়ান।’

তিনি আরও বলেন, ‘সবাইকে নিয়ে নির্বাচন মানে মানবতাবিরোধী অপরাধী, জামায়াত ও আগুন সন্ত্রাসীদের রাজনীতিতে রাখার ব্যবস্থা করা। যারা বিএনপি-জামায়াতকে নির্বাচনে আনার তদবির করেন তারা কেন ওই দল দুটির আন্দোলনের নামে মানুষ পোড়ানোর বিচারের কথা বলেন না!’

স্কুলছাত্র মাসুকের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মানুষ পোড়ানোর জন্য খালেদা জিয়ারও বিচার চাই। আগামী নির্বাচনে মানবতাবিরোধী অপরাধীদের পাশাপাশি আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে ক্ষমতার বাহিরে রাখতে চাই।’

তিনি বলেন, ‘ক্ষমতায় আর মানবতাবিরোধী অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের সরকার চাই না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকেই আবার ক্ষমতায় চাই।’

তিনি বলেন, ‘খালেদাকে ক্ষমতাসীন করা মানে জামায়াত, মানবতাবিরোধী অপরাধী ও খুনিদের ক্ষমতাসীন করা। তাই খালেদা জিয়া যতদিন জঙ্গি ও মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে থাকবেন ততদিন তাকে ক্ষমতার বাহিরে রাখতে হবে।’

ইনু বলেন, ‘২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। বিএনপি সেই ঘটনার আলামত নষ্ট করে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হলে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ফেঁসে যাবেন। তাই খালেদা সকল বিচার কাজে আপত্তি করেন।’

জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ ববির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক শরিফুল কবির স্বপন, দফতর সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, মাসুক ফেরদৌসের বাবা ইমদাদুল হক এমদাদ, আবু বক্কর, কুড়িগ্রাম জেলা সভাপতি ইমদাদুল হক ইমদাদ, নাটোরের সাধারণ সম্পাদক ডি এম রনি পারভেজ আলম, মাসুক হত্যা মামলার আইনজীবী হাবিবুর রহমানসহ অনেকে।

পরে মন্ত্রী স্কুলছাত্র মাসুকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা