X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

না.গঞ্জে ইমামকে কুপিয়ে হত্যা, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৭, ০২:৩২আপডেট : ২৭ মে ২০১৭, ১০:১৫

নারায়ণগঞ্জ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ দেওয়ার নামে এক ইমামকে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হাবিবুর মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।
শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটির মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মুন্সীর বাড়ি টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকায়। তিনি ২০ থেকে ২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়া এলাকায় বসবাস করে মাটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ দেওয়ান ও হাবিবুর মিয়া নামে এক মুসুল্লি। নামাজ পড়া অবস্থায় একই এলাকার মৃত সাফর উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৫) কোনও কিছু বোঝার আগেই হাতে থাকা ধারালো দা দিয়ে আব্দুল মজিদকে কুপিয়ে হত্যা করে। এসময় প্রতিবাদ করায় হাবিবুর মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ওসি আরও জানান, ঘাতক জহিরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। প্রায় ১০ বছর আগে সে তার স্ত্রীকেও হত্যা করেছিল। তার বাড়ি ঘরের কোনও ঠিকানা নেই। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এদিকে এলাকাবাসী কেউ কেউ জহিরুলকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান আব্দুল মোকাদ্দেস আশা জানান, ধারালো অস্ত্রের আঘাতে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাই হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মারা যান।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে ইমাম আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আহমেদ বলেন, আমার বাবা র্দীঘদিন এই সমজিদে ইমামতি করে আসছিলেন। তাকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে পুলিশকে তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
/এমডিপি/এসএনএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক