X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রংপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

রংপুর প্রতিনিধি
২৭ মে ২০১৭, ০৯:৫৩আপডেট : ২৭ মে ২০১৭, ১০:২০

রংপুর সম্মেলন ও কাউন্সিল ছাড়াই গঠন করা হয়েছে রংপুর জেলা ও মহানগর বিএনপি নতুন কমিটি। শুক্রবার (২৬ মে) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে সভাপতি ও রইছ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপি এবং মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে সভাপতি ও শহীদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে মহানগর বিএনপি কমিটি। অন্যান্য পদে আরও ৩৩ জনকে নিয়ে কমিটি গঠন করা হলেও তাদের কারও নাম ঘোষণা করা হয়নি।
এদিকে, রংপুরে বিএনপির নতুন এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, নতুন কমিটি গঠনের বিষয়টি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুরই জানা নেই। জেলা ও মহানগর বিএনপির অনেক শীর্ষ নেতা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে, নতুন কমিটিতে আগের কমিটির জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ও মহানগর সাধারণ সম্পাদক শামু বাদ পড়েছেন বলেও জানা গেছে।
কমিটি ঘোষণার কথা স্বীকার করে মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ফোন করে জেলা ও মহানগর কমিটি গঠনের কথা জানানো হয়েছে।’ নতুন কমিটিতে আগের কমিটির শীর্ষ দুই নেতা বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
আগের জেলা কমিটির সভাপতি এমদাদুল হক ভরসার সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানানম নতুন কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে কমিটি থেকে বাদ দেওয়ার কোনও কারণও তিনি বলতে পারেননি।
মোবাইল ফোন যোগাযোগ করলে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমি কমিটি সম্পর্কে কিছু জানি না। আমার সঙ্গে এ বিষয়ে কারও কোনও কথাও হয়নি।’
নতুন কমিটিতে এমদাদুল হক ভরসা ও শামসুজ্জামান শামুর স্থান না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের অনেকেই। তারা বলছেন, দলের জন্য অবদান রাখা এসব নেতাদের কমিটিতে স্থান না দেওয়াটা দুঃখজনক। নবগঠিত কমিটিতে আগের কমিটির বিদ্রোহী অংশের কয়েকজন নেতা ভালো পদ পেয়েছেন বলেও অভিযোগ করছেন তারা। তাদের আশঙ্কা, এতে রংপুর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়বে।
বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ২০ বছরে কখনই সম্মেলন করে রংপুর জেলা ও মহানগর কমিটি দেওয়া হয়নি। বরাবরই ঢাকা থেকে কমিটি করে দেওয়া হয়েছে। এতে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়। দলের নেতা-কর্মী-সমর্থকদের একাংশ নিষ্ক্রিয় হয়ে পড়েন।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা