X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ওদেরকে বলুন একসঙ্গে সবাইকে মেরে ফেলুক: মিঠুর স্ত্রী

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১১:০৭আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:১৩

ওদেরকে বলুন একসঙ্গে সবাইকে মেরে ফেলুক: মিঠুর স্ত্রী ‘ওদের (দুর্বৃত্ত) বলেন, ওরা যেন আমাদের সবাইকে একসঙ্গে গুলি করে মেরে ফেলে যাতে বাড়িতে কান্না করার মতো লোক না থাকে। কিছু দিন পর পর এমন কষ্ট সহ্য করতে পারছি না।’ দুর্বৃত্তদের গুলিতে নিহত খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জোবায়দা খান সুরভী কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আকুতি জানাচ্ছিলেন সাংবাদিকদের কাছে।
জোবায়দা খান সুরভী বলেন, ‘এই বাড়িতে এখন কারও নিরাপত্তা নেই। দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গুলি করে চলে গেল। অথচ এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না।’
মিঠুর ভাই রাজ সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবা মারা যাওয়ার সময় মন্ত্রী, নেতারা এসে বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিচার পাইনি। বড় ভাই মারা যাওয়ার পরও অনেকে এসেছেন, আশ্বাস দিয়েছেন। সেই বিচারও পাইনি। আজও মন্ত্রীসহ অন্য নেতারা এসেছেন। বিচার হবে কিনা জানি না। কারা এ হক্যাকাণ্ড ঘটিয়েছে তা সবাই জানে। কিন্তু এখনও প্রশাসন কাউকেই গ্রেফতার করতে পারেনি।’
মিঠুর আরেক ভাই সেলিম সরদার বলেন, ‘বাবা ও বড় ভাই মারা যাওয়ার পর বাড়ির সামনে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল। পরে ওই ক্যাম্প উঠিয়ে নেওয়া হয়। এখন আমাদের বাড়ির কারও কোনও নিরাপত্তা নেই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসে খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশের গাজীকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ১৯৯৮ সালে মিঠুর বাবা সরদার আবুল কাসেমকে হত্যা করা হয়। এরপর ২০১০ সালে এ পরিবারের আরেক সদস্য মিঠুর বড় ভাই সরদার আবু সাইদ বাদলকেও হত্যা করে দুর্বৃত্তরা। এ ধারাবাহিক হত্যার সর্বশেষ শিকার হন মিঠু। আবুল কাসেম ও আবু সাইদ উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিঠু ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
/এআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই