X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এখনও আগুন নেভেনি সুন্দরবনে

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৫:২১আপডেট : ২৭ মে ২০১৭, ১৫:৪১

এখনও আগুন নেভেনি সুন্দরবনে সুন্দরবনের নাংলী ক্যাম্পের মাদ্রাসার ছিলা এলাকায় লাগা আগুন এখনও পুরোপুরি নেভেনি। শনিবার (২৭ মে) দুপুর পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে বন বিভাগের দাবি, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

শনিবার সকাল থেকে ধানসাগর ইউপি সদস্য মো. জাকির হোসেন টাইগার টিম এবং স্থানীয় কয়েক’শ লোকজন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান বলেন, শুক্রবার বিকালের পর থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার লাইন কাটা হয়। এখনও পর্যন্ত আগুন ফায়ার লাইনে বাইরে ছড়িয়ে পড়েনি। তবে, এখনও বিভিন্ন স্থানে ফুলকি দিয়ে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, যেখানেই আগুন দেখা যাচ্ছে সেখানেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পানি দিচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বাগেরহাট, শরণখোলা ও মোড়েলগঞ্জের তিনটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে সহায়তা করছে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী।

চাদপাই রেঞ্জের এই কর্মকর্তা বলেন, প্রায় এক একর বনভূমির সব গাছপালা (বলা, ছন, গুল্ম-লতা-পাতা) পুড়ে গেছে। এতে বনের ও পরিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপনে কাজ চলছে।
প্রসঙ্গত, শুক্রবার (২৭ মে) সকালে মাদ্রাসার ছিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামানকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া