X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিঠু হত্যাকারীদের না ধরলে খুলনা অচলের হুমকি বিএনপির

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৭:২৩আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:৪৮

সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে নগরীতে কালো পতাকা মিছিল বের করেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত না করা হলে খুলনা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতারা। শনিবার (২৭ মে) বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির খুলনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ থেকে এই হুমকি দেন দলটির নেতারা।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া বক্তব্য রাখেন- কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, ডা. গাজী আব্দুল হক, সিরাজুল ইসলাম, আমীর এজাজ খান, গাজী তফসির আহমেদ, অ্যাড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামন মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মুজিবর রহমান, শরীফ মোজাম্মেল হোসেন, দিদারুল হোসেন, আজিজুল হাসান দুলু, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নুসহ অনেকে।

মিঠু হত্যার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে বক্তারা বলেন, ফুলতলায় সরদার পরিবারের জনপ্রিয়তার কারণে এই পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। মিঠুকে হত্যার আগে তার বাবা সরদার আবুল কাশেম, ভাই ইউপি চেয়ারম্যান বাদলকে হত্যা করা হয়েছে।

পুলিশের নির্লিপ্ত ভূমিকার কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, একজন চরমপন্থী নেতা ফুলেরতোড়া দিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগে যোগদানের পর মিঠু তার জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন।

এদিকে, আলাউদ্দিন মিঠু এবং তার দেহরক্ষী নওশের গাজী হত্যার প্রতিবাদে খুলনায় শনিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো নগরীতে কালো পতাকা হাতে মিছিল করে। হরতাল চলাকালে নগরীতে দোকানপাট বিপনীবিতান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যানবাহন চলাচল ছিল সীমিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয়নি। অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ ছিল। হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টায় নগরীর পিটিআই মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।

এছাড়া জেলা শাখার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভোর ৬টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করেন। তাদের মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল সভাপতি শামীম কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, দৌলতপুর থানা বিএনপিও হরতালের সমর্থনে মহসিন মোড়ে সমাবেশ করেছে। শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। এছাড়া খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে শিরোমনি বৈশাখী মার্কেটের সামনে সকাল সাড়ে ১০টায় হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মীর কায়সেদ আলী।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা