X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবারও মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন এমপি জগলুল

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৮ মে ২০১৭, ১৪:০০আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:০৬

মাথায় মাটির ঝুড়ি নিয়ে হাঁটছেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার

আবারও সাধারণ শ্রমিকের মত বাঁধ সংস্কারের কাজে অংশ নিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শনিবার (২৭ মে) সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলঘেঁষা আইলায় বিধ্বস্ত উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর দুর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজে মাটির ঝুড়ি মাথায় তুলে নিতে দেখা যায় তাকে।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর শুনে শনিবার সকালেই এসএম জগলুল হায়দার সেখানে উপস্থিত হন। এরপর লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে, কোমর ও মাথায় গামছা বেঁধে মাটি ফেলার কাজ শুরু করেন। শুধু তাই নয়, কাজের বিরতিতে তিনি শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পিঁয়াজ, কাঁচা মরিচ ও আম দিয়ে পান্তাভাতও খান।

কিছুদিন আগেও জগলুল হায়দারকে দ্বীপ ইউনিয়নের বেড়িবাঁধ সংস্কার করতে দেখা যায়।

এসএম জগলুল হায়দার মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে মিশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। এতে সাধারণ মানুষের কষ্টটা বুঝেছি। আর আমি কাজ করায় তারাও উৎসাহিত হয়েছেন। এখন আমার দেখাদেখি অনেক জনপ্রতিনিধিই মাঠে নেমে কাজ করেন, এটা দেখে সত্যিই খুব ভালো লাগে।’

বেড়িবাঁধে মাটি ফেলে সেদিকে তাকিয়ে রয়েছেন  এমপি জগলুল

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তাবায়ন করতে হলে সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। আমি কাজ করলে শ্রমিকের মধ্যে কাজের গতি বাড়বে। এছাড়া অনেক সময় সরকারি হিসাবে ফান্ড আসতে দেরি হয়। জনপ্রতিনিধি হয়ে আমি কাজ করলে সেটিও তাড়াতাড়ি আসবে।’

তিনি বলেন, ‘এবার মধুমাস এতিম শিশুদের সঙ্গে পালন করেছি। এসবের মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। আমি সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে চাই, তাদের বন্ধু হতে চাই।’

শ্রমিকদের সঙ্গে বসে পান্তাভাত খাচ্ছেন এমপি জগলুল

শ্রমিকরা জানান, সংসদ সদস্য তাদের সঙ্গে কাজ করায় তারা আনন্দ পান। একজন সংসদ সদস্য তাদের সঙ্গে এভাবে কাজ করবেন এটা তারা কখনও ভাবেননি।

তারা আরও জানান, জনপ্রতিনিধিরা যদি এভাবে দেশের প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন, তবে দেশের অনেক কিছুই পাল্টে যাবে।

/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা