X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যশোরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিলের জমি দখল চেষ্টার অভিযোগ

যশোর প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৫:১১আপডেট : ২৮ মে ২০১৭, ১৫:১১

যশোরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিলের জমি দখল চেষ্টার অভিযোগ যশোর সদরে মাহিদিয়া বিলের প্রায় একশ’ বিঘা জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামের বিরুদ্ধে। রবিবার বেলা ১২টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সেখানকার জমি ভোগদখলকারী শতাধিক কৃষক পরিবারের সদস্যরা।

তবে, জমি দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম। শাহারুল সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান।

মাহিদিয়ার জমি ভোগদখলকারী প্রান্তিক চাষিদের পক্ষে শফিয়ার রহমান লিখিত বক্তব্যে বলেন, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাহিদিয়ার বিলের প্রায় একশ’ বিঘা জমি আমাদের পূর্ব পুরুষরা ১৯২৭ সালের আগ থেকে চাষ করে আসছিলেন। এরপর ১৯২৭ সালে ব্রিটিশ সরকার ওয়ারেশ সূত্রে জাফর সরদার, শামছুর সরদার, মোকছেদ দফাদার, সুনাল্যে বিশ্বাস, হাগু মোল্যা, শরিয়াতুল্যা, অটল বিহারী পাল প্রমুখের নামে রেকর্ড লিপিবদ্ধ করে। ১৯৪৬-৪৭ সালে ওই জমি পাকিস্তান সরকার যশোর জেলা প্রশাসকের নামে অধিগ্রহণ করে। ওইসময় পাকিস্তান-ভারত যুদ্ধ হলে হাজার হাজার ভারতীয় নাগরিক এদেশে রিফিউজি হিসেবে প্রবেশ করে। তাদের রূপদিয়া, সাড়াপোল, বানিয়াবহু, তপসীডাঙ্গা, চাঁচড়া, রাজা বরদাকান্ত রোড এলাকাসহ আশপাশে থাকতে এবং হরিণাসহ আশপাশের বিল এবং মাহিদিয়া বিলের কিছু অংশ মৌখিকভাবে চাষাবাদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বন-বাঁদাড় হওয়ায় তারা কোনোদিন সেখানে চাষাবাদ করেনি।

তিনি জানান, ১৯৬২ সালে সরকার দখল শর্তানুযায়ী তাদের বংশধরদের নামে ওই জমি রেকর্ড করে। ৬২’ সালের রেকর্ড অনুযায়ী রিফিউজিদের নামে কোনও জমি রেকর্ড হয়নি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৩ মে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম তার সশস্ত্র কাডার নিয়ে ওই জমি দখল করতে যান। ওইসময় স্থানীয়দের প্রতিরোধে তারা ফিরে যেতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষকরা দাবি করেন, ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী আমরাই জমির প্রকৃত মালিক। ভূমিদস্যু শাহারুলের কবল থেকে তারা মুক্তি চান।

এদিকে, শাহারুল ইসলাম তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের খবর শুনে দুপুরে প্রেসক্লাবে আসেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই মৌজায় ২৯ বিঘা জমি আমি রিফিউজিদের কাছ থেকে দলিলসূত্রে কিনেছি।’

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া