X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৯:৫২আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৫২

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম বর্তমানে গাজীপুরের ক্যাথারসিস হাসপাতালের আইসিইউ-তে আছে। তার স্বজনরা দিন রাত তাকে পাহারা দিচ্ছেন বলে জানান তার বাবা। এই ঘটনায় মামলা হলেও গত পাঁচ দিনে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জাহিদুল উত্তরার  আমেরিকান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

তার বাবা ব্যবসায়ী গোলজার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার মোস্তাফা মিয়ার ছেলে এসটি আব্দুস সাত্তারের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর জের ধরে গত ২৫ মে তার ছেলে জাহিদুল ইসলামকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বীরহাটাব এলাকায় একা পেয়ে সাত্তার ও তার লোকজন এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের ক্যাথারসিস হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আইসিইউতে ভর্তি রয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সাত্তার ও তার লোকজন হাসপাতালে গিয়েই তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। যে কারণে তারা ভিত এবং  হাসপাতালে পালাক্রমে পাহারা দিচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, রূপগঞ্জ থানায় সন্ত্রাসী এসটি সাত্তারের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ৫ থেকে ৭টি মামলা রয়েছে। কয়েক মাস আগেও সে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল। ওই মামলায় জামিনে বের হওয়ার পর সাত্তার আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে অভিযুক্ত এসটি আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এসটি সাত্তার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কলেজ শিক্ষার্থীকে হামলার ঘটনায় মামলা হয়েছে। সমস্যা হলো তার বাড়ি গাজীপুর সীমান্ত এলাকায়। পুলিশ পৌঁছানোর আগেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘মোরা’ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা